পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি তৃণমূলের শিক্ষকদের, অবরোধের মুখে কলকাতা
সংবাদ প্রতিনিধি , কলকাতাঃ রাজ্যপালের পদত্যাগের দাবিতে তৃণমূলের শিক্ষা সেলের ঘোষিত কর্মসূচি ঘিরে উত্তপ্ত হল রাজভবন এলাকা। প্রথমে যৌন নিগ্রহ পরে ধর্ষণের অভিযোগ ওঠে রাজ্যপাল সিভিআনন্দ বোসের বিরুদ্ধে। সেই ইস্যুতেই ‘রাজভবন চলো’ কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূলের শিক্ষা সেল। কিন্তু রাজভবনে ঢোকার খানিক আগে শিক্ষকদের পথ আটকায় পুলিশ। রাজ্যের পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের প্রাথমিক থেকে কলেজ শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। পুলিশের সঙ্গে শাসক দলের বচসা ও ধ্বস্তাধ্বস্তির ঘটনা বাম আমলে দেখা গেলেও ঘাসফুল আমলে যা বিরল বলেই মত রাজনৈতিক নেতাদের একাংশের।
রানি রাসমনি অ্যাভিনিউ থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশে রওনা দেন শাসকদলের শিক্ষক ও অধ্যাপক সংগঠনের সদস্যরা। জেলা থেকেও এসেছিলেন সংগঠনের প্রতিনিধিরা। রাজভবন ঢোকার অদূরে গার্ডরেল দিয়ে সেই মিছিল আটকায় পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী। গার্ডরেল টপকে যাওয়ার চেষ্টা করেছিলেন আন্দোলনরত শিক্ষকরা। রাজ্যপালের কুশপুতুল ও পোড়ান হয়।
আরও পড়ুনঃ বজ্রাঘাতে এত মৃত্যু কেন?
এদিকে তৃণমূলের এই কর্মসূচি ঘিরে থমকে যায় কলকাতা। যদিও পুলিশ জলদি তা নিয়ন্ত্রণে নিয়ে আসে। বেশ খানিকক্ষণ স্তব্ধ থাকার পর সচল হয় অচল শহর।