একুশে বিজেপি বহরমপুরে জিতেছে অধীর চৌধুরীর বদান্যতায়

Social Share

ইন্দ্রনীল চৌধুরী, বহরমপুরঃ বহরমপুর লোকসভা কেন্দ্রে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে তৃণমূলের যারা প্রতিপক্ষ ভাবছেন, তাঁদের বলি স্বপ্ন দেখা ভালো, তবে দিবাস্বপ্ন দেখা ভালো নয়, ২০২১-এর বিধানসভায় বিজেপি জিতেছে ঠিকই, কিন্তু জনশ্রুতি তা অধীর চৌধুরীর বদান্যতায় ও প্রচ্ছন্ন মদতে। তাতে তৃনমূলের গতি রুদ্ধ হয়নি।

কংগ্রেসকে তৃতীয় স্থানে ঠেলে সেবার নাড়ু গোপাল মুখার্জীর সুযোগ্য নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উঠে এসেছিল দ্বিতীয় স্থানে। বহরমপুর ছাড়া বহরমপুর লোকসভার অন্তর্ভুক্ত বাকী ছয়টি বিধানসভার মধ্যে অন্য সব জায়গায় বিজেপি কোথাও দ্বিতীয় কোথাও তৃতীয়স্থানে।

উগ্র ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক বিভাজন আর NRC জুজুকে কাজে লাগিয়ে বিজেপির উত্থান আসলে পেরেক গেঁথেছে কংগ্রেসের রাজনৈতিক কপালে।বিজেপি বড়ঞাতে ৪৪.৭৬%,কান্দিতে ৩০.৭৪%,ভরতপুরে ২৮.১১%,রেজিনগরে ২৩.৮৭%,বেলডাঙাতে ২৮.৮৬%, নওদাতে ২১.৫১%। একমাত্র বহরমপুরে ৪৫.২১% ভোট পেয়েছিল গেরুয়া শিবির তাও সবটা কংগ্রেসের ঘরে আগুন লাগিয়ে,বহরমপুর সহ সব বিধানসভায় বিজেপি আসলে কংগ্রেসের ভোটব্যাঙ্ককে কব্জা করে জেলায় অধীর মিথকে তলানিতে পৌঁছে দিয়েছিল আর তাতে শাপে বর হয়েছিল তৃণমূল কংগ্রেসের, বহরমপুর বাদে সব বিধানসভায় শেষ হাসি হেসেছে তৃণমূল কংগ্রেস।

বহরমপুর এবং বড়োঞা বাদ দিয়ে বিজেপির সঙ্গে তৃণমূলের জয়ের ফারাক সর্বনিম্ন ২০% থেকে সর্বোচ্চ ৩৭%।বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে বহরমপুর বিধানসভার রাজনৈতিক সচেতন মানুষের মোহভঙ্গ হয়েছে, তার প্রমাণ ২০২২-এর পৌর নির্বাচন যেখানে বিজেপির ঝুলি ফাঁকা।

২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বহরমপুর বিধানসভার পাঁচটি অঞ্চলে বিজেপির ভোট প্রাপ্তি তলানিতে ঠেকেছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে, বিজেপিকে নিয়ে আলোচনার বিশেষ কোনো কারণ না থাকাই স্বাভাবিক। জেলার সেই সময়ে ১৬ লক্ষের অধিক ভোটারের মধ্যে বিজেপির ঝুলিতে পড়েছিল মাত্র এক লক্ষ্য ৪৩ হাজার। শতাংশের বিচারে তা মাত্র ১১% ছিল। ২০১৪সালের লোকসভায় বিজেপির ভোট ছিল আরও কম। মাত্র ৭%। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও সারা মুর্শিদাবাদ জেলায় বিজেপির ভোট ছিলো ৭%এর কাছে। পরিসংখ্যান বলছে, এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের লালিত পালিত বিজেপি যতই ছোটাছুটি করুক আসলে অশ্বডিম্ব ছাড়া আর কিছুই প্রসব করতে পারবে না।তাই আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে নিয়ে অধিক মাথাব্যাথার কারণ নেই, ২০২১ সালের বিজেপির ফানুস,২০২৪ সালেই চুপসে যাবে তা শুধু সময়ের অপেক্ষা।

লেখকের অন্য লেখা পড়ুনঃ পরিসংখ্যানেই স্পষ্ট ভোটের ময়দানে কংগ্রেসের থেকে এগিয়ে তৃণমূল

(মতামত লেখকের ব্যক্তিগত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights