শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে অধীর চৌধুরী দিলেন নিজস্ব প্রতিক্রিয়া

Social Share

সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ যাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে সাংবাদিকদের কাছে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিন বছর ধরে রাজ্যে ভুয়ো শিক্ষক নিয়োগ মামলা চলার পর সোমবার রায় ঘোষণা করেছে আদালত।

কলকাতা হাইকোর্টের সেই রায়ে প্রায় ২২ হাজার শিক্ষকের চাকরি বাতিল হতে চলেছে। ২০১৬ সালে ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগপত্র ইস্যু হয়েছিল। তাদের মধ্যে ২২ হাজার চাকরি পেয়েছিল বলে জানা যায় আদালত সূত্রে। বাতিল হওয়া শিক্ষকদের ১২ শতাংশ সুদ সহ বেতন ফেরত দিতে হবে ভুয়ো শিক্ষকদের।

আরও পড়ুনঃ একুশে বিজেপি বহরমপুরে জিতেছে অধীর চৌধুরীর বদান্যতায়

আদালতের এই নির্দেশের প্রতিক্রিয়ায় অধীর চৌধুরী বলেন, “আদালতের রায় নিয়ে আমি কোনও মন্তব্য করতে পারি না । তবে আমরা চাই যেন কেউ বঞ্চিত না হয়। বঞ্চিত মানুষদের অধিকার ফেরত দিতে হবে এটা চাই। কেউ আদালতের নির্দেশ না মানতেই পারেন সে শীর্ষ আদালতে যেতে পারে।”

একইসঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর তৃণমূলকে কটাক্ষও করেন। তিনি বলেন, “দুর্নীতি মানেই তৃণমূল আর তৃণমূল মানেই দুর্নীতি।” অধীরের আরও দাবি,” এই রাজ্যে সকাল থেকে রাত পর্যন্ত দুর্নীতি নিয়ে আলোচনা হয়। শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, শিল্প নিয়ে রোজগার নিয়ে এখানে আলোচনা হয় না। বাংলায় দুর্নীতি আর তৃণমূল মিলে মিশে একাকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights