সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ অধীর চৌধুরী লোকসভা নির্বাচনে বহরমপুর আসনে বামফন্ট্র সমর্থিত কংগ্রেস প্রার্থী। তিনি ভোট প্রচার করতে যেতেই পারেন। কিন্তু কেন তাঁকে বারবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বাধার মুখে পড়তে হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে ডিটেলড রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
নওদায় নিজের ভোট প্রচারে গিয়ে তৃণমূলের বাধার সম্মুখীন হন অধীর। যদিও এদিন তিনি আগের দু’বারের মতো মেজাজ হারান নি। নিজের গাড়িতেই বসে ছিলেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে লিখিতভাবে নালিশ জানানো হয়। দাবি করা হয়, অধীরের সুরক্ষা বাড়ানোরও।
সূত্রের দাবি, জেলা প্রশাসনের কাছে এব্যাপারে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।