বিদ্যুৎ মৈত্র, বহরমপুরঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ হতে না হতেই মুর্শিদাবাদ জেলায় আসছে আরও পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রশাসন সূত্রে জানা যায়, শনিবারই তাদের বহরমপুর, বেলডাঙা, শক্তিপুর ও ডোমকলে মোতায়েন করা হবে।
নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি শুরু হয়েছে জেলায়। জেলায় নির্বাচন যত এগিয়ে আসছে তত বাড়ছে দহন জ্বালা। বাড়ছে রাজনৈতিক উত্তাপও। মে মাসের সাত তারিখ মুর্শিদাবাদ লোকসভা ও ভগবানগোলা বিধানসভায় উপ-নির্বাচন। এরপর ১৩ মে বহরমপুর ও জঙ্গিপুরে নির্বাচন হবে।

আজ শুক্রবার দেশজুড়ে প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে এদিন ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যে নির্বাচন হয়েছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত গড়ে ৬০ শতাংশ ভোট পড়েছে। বাংলায় তিনটি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে নির্বাচন হয়েছে। সেখানে গড়ে ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ।

উত্তরের ওই তিন জেলার দুই জেলা কোচবিহার থেকে এক কোম্পানি ও জলপাইগুড়ি জেলা থেকে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মুর্শিদাবাদে পাঠানো হচ্ছে। তারমধ্যে দু’কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বেলডাঙাতেই। বেলডাঙা থানার আইসি ও শক্তিপুর থানার ওসিকে অবশ্য শুক্রবারই সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার বেলা ১১টার মধ্যে নতুন অফিসারের নাম চুড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সিপিএমের মুখে বন্দেমাতরম, কংগ্রেস বলল ইনকিলাব
সম্প্রতি দু-পক্ষের হিংসার ঘটনায় উত্তপ্ত হয়েছে জেলা মুর্শিদাবাদ। সেদিকে নজর রয়েছে সারা বাংলার তো বটেই। কড়া নজর রয়েছে নির্বাচন কমিশনেরও। শাসক বিরোধী সবপক্ষের দাবি, নির্বাচন শান্তিপূর্ণ হোক।
শুক্রবার মুর্শিদাবাদের দুই বিধানসভা হরিহরপাড়া ও সুতিতে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হরিহরপাড়ায় আবু তাহের খানের হয়ে ও সুতিতে খলিলুর রহমানের হয়ে ভোট প্রচার করেন। দুই সভাতেই একদিকে বিজেপি’র সমালোচনা যেমন করেন তেমনি কংগ্রেস সিপিএমেরও কঠোর সমালোচনা করেন মমতা।