সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ গার্ডেনরিচ কাণ্ডে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী উসকে দিলেন ওয়াকফ বিতর্ক। রাজ্য সরকার ও কলকাতা কর্পোরেশনকে দুয়ো দিয়ে কার্যত তোপ দাগলেন তিনি। তিনি বলেন, ” কোটি কোটি টাকা লুঠ হয়েছে ওয়াকফ সম্পত্তি।” আরও বলেন, ” আমি দায়িত্ব নিয়ে বলছি এই সরকারের আমলে কলকাতা কর্পোরেশনের মাধ্যমে কলকাতা জুড়ে কোটি কোটি টাকা ওয়াকফ সম্পত্তি লুঠ হয়েছে। তার তদন্ত হওয়া দরকার।” তাঁর দাবি “যেখানে যেখানে বহুতল নির্মিত হচ্ছে তার কোথাও কোথাও ওয়াকফ সম্পত্তি আছে।” সেই প্রসঙ্গেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই দাবি করেন অধীর। অধীরের দাবিতে সহমত পোষণ করেন ইমাম সংগঠনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাসও। তিনি বলেন, “বেশ কিছু জায়গায় ওয়াকফ সম্পত্তি নিয়ে গড়মিল আছে। কোথাও কোথাও অনৈতিক কাজকর্মও চলছে। মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে।”
” আমি দায়িত্ব নিয়ে বলছি এই সরকারের আমলে কলকাতা কর্পোরেশনের মাধ্যমে কলকাতা জুড়ে কোটি কোটি টাকা ওয়াকফ সম্পত্তি লুঠ হয়েছে। তার তদন্ত হওয়া দরকার।”
গত বছর কলকাতা হাইকোর্ট একটি রায়ে কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়েছিলেন, শহর এলাকায় থাকা সব ওয়াকফ সম্পত্তির জরিপ যথাযথ ভাবে করতে হবে। কিন্তু সেই নির্দেশ মানতে গিয়ে পদ্ধতিগত ত্রুটি হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন ওয়াকফ স্টেটের সদস্যরা। তাঁদের অভিযোগ ছিল, ‘‘ দায়সারাভাবে জমি জরিপ করছে পুরকর্মীরা। জায়গায় না গিয়ে দফতরে বসেই কাজ সারছেন। কোথাও কোথাও শাসকদলের নেতারা ওয়াকফ সম্পত্তি দখল করে বসে আছে সেখানে স্টেটের সদস্যরা যেতে পারছেন না সাহসের অভাবে।” যদিও সেই অভিযোগ মানতে চাননি পুরকর্তারা।
শুনুনঃ অধীর কী বললেন
এদিন অধীরের কথায় ছিল সেদিনেরই ভাষ্য। লোকসভা নির্বাচনের মুখে ফের সামনে এল ওয়াকফ সম্পত্তি নিয়ে জবর দখলের ইস্যু। তবে জঙ্গিপুরের বিদায়ী সাংসদ ওয়াকফ বোর্ডের প্রাক্তন সদস্য খলিলুর রহমান অধীরের দাবিকে মান্যতা দিতে নারাজ। তিনি বলেন, “উনি ভিত্তিহীন অভিযোগ করছেন।”