সংবাদ প্রতিনিধি, কলকাতাঃআরজিকর হাসপাতালে প্রশিক্ষণরত এক তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন হয়ে গিয়েছেন চলতি মাসের ৯ তারিখ। তারপর কেটে গিয়েছে কুড়ি দিন। কলকাতা পুলিশ থেকে সিবিআইয়ের হাতে গিয়েছে মামলা। ঘটনায় জড়িত সন্দেহে একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তারপর থেকে তদন্তে আহামরি কোন পরিবর্তন বা সংবাদ সামনে আসেনি। সাধারণ মানুষ দৈনিক পথে নামছেন বিচারের দাবিতে।
রাজ্য ছাড়িয়ে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। মুখ খুলেছেন রাষ্ট্রপতি। পথে নেমেছেন রাজনৈতিক দলগুলিও। বহরমপুর থেকে কলকাতা যখন যেখানে সুযোগ পেয়েছেন পথে নেমে নাগরিক সমাজের সুরে সুর মিলিয়েছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীও। বৃহস্পতিবার কলেজ স্ট্রীট থেকে শ্যামবাজার পর্যন্ত মহামিছিল করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে। বর্ষীয়ান সাংসদ বলেছেন এইরকম গণ আন্দোলন তিনি এর আগে বাংলায় দেখেননি। সেই সুবাদেই তিনি শুক্রবার বিধানভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মগুরুদের এই সময় পথে নামার ডাক দেন।
তিনি বলেন, “ধর্মীয় সমাজের যারা মাথা তাঁদের পথে নামার প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।” তিনি বলেন, “যেহেতু তাঁদের কথা সব ধর্মের মানুষ শোনেন, আর সব ধর্মেই মেয়েদের সম্মান দেওয়া হয়েছে। আর এই আন্দোলন শহর আর শহরতলিতে হচ্ছে। কিন্তু এই আন্দোলন আরও সমাজের আরও গভীরে যেতে পারে। আর তার জন্য সব ধর্মগুরুরা এই কাজটা করতে পারবেন।” তিনি মনে করেন, এই আন্দোলন শুধু নাগরিক সমাজ বা চিকিৎসক সমাজের নয়। এই আন্দোলন সমাজের সকল স্তরের মানুষের আন্দোলন।
অধীরের দাবিকে সমর্থন জানিয়েছেন কার্তিক মহারাজও। তিনি বলেন, “অধীর বাবু সঠিক দাবিই তুলেছেন। ধর্মগুরুরা সমাজের বাইরে নয়। সমাজের এইরকম দুর্দিনে সাধুরাই তো নামবে। আমরা পথে নেমেছি। আবারও নামব।”
আরও পড়ুনঃ পাঁচরাহা রেলগেট পরিদর্শন করলেন ইউসুফ