সিঁড়ির নিচে সাপের ছানা, আতঙ্ক ছড়াল হরিহরপাড়ার স্কুলে

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ স্কুলের সিঁড়ির নিচে সাপের ছানা। একটি বা দুটি নয়। একসঙ্গে ছয় থেকে সাতটি সদ্যোজাত সাপের ছানা গুটিসুটি মেরে পড়েছিল। নজরে পড়তেই ভয়ে সিঁটিয়ে যায় পড়ুয়ারা তো বটেই শিক্ষক-শিক্ষিকারাও বাদ ছিলেন না। বর্ষার দিনে এমন একটি খবরে আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরাও। বুধবার ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া ব্লকে খিদিরপুর পঞ্চায়েতের ৪৮ রেজাউল করিম প্রাথমিক বিদ্যালয়ে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার স্কুলের নির্মীয়মান সিঁড়ির নিচের একটি ফাটলে দুটি সাপ দেখতে পাওয়া যায়। সেখানেই ডিম পাড়ে সাপ। বুধবার সিঁড়ির নিচের সেই ফাটল বন্ধ করতে তিনজন শ্রমিককে কাজে লাগানো হয়। তারাই সেই ফাটল খুঁড়তে গেলে সেখান থেকে বেড়িয়ে আসে একের পর এক সাপের ছানা। সেই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পরে স্কুলে।

শিক্ষিকাদের সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসে পড়ুয়ারাও। যদিও সিঁড়ির দিকে যেতে আগেই বারণ করা হয়েছিল বলে জানান স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা কাবীরা সুলতানা। তিনি বলেন, ” আমরা বনদফতরকে জানালে তারা দ্রুত স্কুলে এসে সাপগুলো উদ্ধার করে নিয়ে যায়।” শিশুদের স্কুলে এই ধরনের ঘটনা ঘটায় চিন্তিত স্কুলের শিক্ষকরাও। ১৬৩ জন পড়ুয়া দৈনিক স্কুলে পড়তে যায়।

বেঞ্চের ব্যবস্থা না থাকায় পড়ুয়ারা মাটিতে বসেই পড়াশোনা করে। স্কুল ভবনের অবস্থাও খুব একটা ভাল নয়। স্যাঁতসেঁতে দেওয়াল থেকে মাঝে মাঝে খসে পড়ে পলেস্তারা। বর্ষাকালে সাপের উপদ্রব হওয়া সেখানে অস্বাভাবিক নয়। এদিনের ঘটনার পর শিশুদের সুরক্ষার প্রশ্নই বড় হয়ে উঠেছে। কিন্তু শিশুদের স্কুলে কেন বিদ্যালয় ভবন সবসময় পঠন পাঠনের উপযোগী হবে না তা নিয়ে প্রশ্ন উঠেছে অভিভাবক মহলে। স্কুলে সাপের উপদ্রবের খবর পৌঁছেছে জেলা শিক্ষা দফতরেও। বিষয়টি ভাবাচ্ছে তাঁদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights