কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হচ্ছে বহরমপুর

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ ইতিউতি কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই শান্তিতে মিটল মঙ্গলবারের নির্বাচন। আগামী সোমবার ১৩ মে বহরমপুর লোকসভায় নির্বাচন। সেই নির্বাচনে সাতটি বিধানসভার মধ্যে শুধুমাত্র বহরমপুরেই থাকবে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের দাবি, আরও দু’কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। আর তা হলে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কোনও একটি বিধানসভায়, কোন একটি নির্বাচনে।

শুধু সিআরপিএফ নয়, বিএসএফ, এসএসবি,আইটিবিপি-র মতো কেন্দ্রীয় বাহিনীও এই নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে দাবি সূত্রের। বহরমপুর লোকসভায় ১৭ লক্ষ ৭৯ হাজার ৭৯৬ জন ভোটার রয়েছে সাতটি বিধানসভায়। তারমধ্যে সবচেয়ে বেশি ২ লক্ষ ৬৯ হাজার ৪৭২ জন ভোটার আছেন রেজিনগর বিধানসভায়।

ভগবানগোলা ২ ব্লকে রানিতলার এই বুথে ভোট চলাকালীন হাল্কা মেজাজেই ছিলেন কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপুলিশ

দুটি লোকসভায় ৩৭ লক্ষ ভোটার ভোট দিয়েছেন মঙ্গলবার। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল পাঁচটা মুর্শিদাবাদের দুটি লোকসভা ও পাশের দুই মালদায় ভোট পড়ছে গড়ে প্রায় ৭৪ শতাংশ। রাত আটটা পর্যন্ত দেশের ১১টি রাজ্যের ৯৩টি লোকসভায় ভোট পড়েছে গড়ে প্রায় ৬৪ শতাংশ। রাজ্যের চার লোকসভার মধ্যে সবথেকে বেশি ৭৬ শতাংশ ভোট পড়েছে মুর্শিদাবাদ লোকসভা আসনে।

এদিন ভোট শুরুর আগে কোথাও কোথাও বিরোধী দলের এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও দিনের শেষে ভালোয় ভালোয় ভোট মিটেছে বলেই মত শাসক বিরোধী উভয়ের। একাধিক বুথে বেশ শান্তিতেই নির্বাচন হয়েছে।

একটি বিধানসভা সহ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে মঙ্গলবার জেলার ৭ হাজার ৩৬০টি বুথেই ছিল সি সি ক্যামেরা। ৩৫ হাজার ৩২৮জন ভোট কর্মীর সঙ্গে ছিলেন ২৮৫ জন মাইক্রো অবজার্ভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights