ভোটের পর হিংসা জঙ্গিপুরে

Social Share

সংবাদদাতা, মুর্শিদাবাদঃ দু’ঘন্টাও কাটে নি তৃতীয় দফার নির্বাচন শেষ হয়েছে। তারমধ্যেই ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল মুর্শিদাবাদে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মির্জাপুরের ২৬৮ নম্বর বুথের ঘটনা। সূত্রের দাবি, অশোক কর্মকার নাম এক বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

বিষয়টি নজরে এসেছে বলে জানান তৃণমূলের জঙ্গিপুর সংগঠনের সভাপতি খলিলুর রহমান। তিনি বলেন, “পুলিশকে বিষয়টি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। যাতে কোনওরকম কোনও হিংসার ঘটনা না ঘটে জঙ্গিপুরের কোথাও।” খলিলুর চলতি লোকসভা নির্বাচনের রাজ্যের শাসকদলের প্রার্থীও। তিনি বলেন, ” মানুষ এবার খুব শান্তিতে ভোট দিয়েছেন। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।”

জঙ্গিপুর লোকসভায় বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭২.১৩ শতাংশ। ভোট চলাকালীন ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ ছিল ২ হাজার ৬২৮ জন। ভোট চলাকালীন বিজেপি ও তৃণমূল বাগবিতন্ডায় যেমন জড়িয়েছে তেমনি মির্জাপুরে একাধিক জায়গায় সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠি কোন্দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights