শেষ দু’ঘন্টায় কত ভোট কোথায় পড়ল?

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ বেলা এগারোটায় দ্বিগুণ হল ভোট দানের হার। বেলা এগারোটা পর্যন্ত ভগবানগোলা বিধানসভায় ভোট পড়েছে ২৯.৩৯ শতাংশ। মুর্শিদাবাদ লোকসভা আসনে ভোট পড়েছে ৩২.৭২ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ৩৩.৮১ শতাংশ। মালদহ উত্তরে ভোট পড়েছে ৩১.৭৩ শতাংশ। মালদহ দক্ষিণে ভোট পড়েছে ৩৩.০৯ শতাংশ। গড়ে ভোট পড়েছে ৩২.৮২ শতাংশ।

আরও পড়ুনঃ সকাল ন’টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

এদিকে ভোটের দিন সম্ভাবনা সত্যি করে রানিনগর, ডোমকলের মতো ঘটনাবহুল জায়গায় বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে ফের একবার সংবাদ শিরোনামে উঠে এল মুর্শিদাবাদ। ভুয়ো এজেন্টের অভিযোগ উঠেছিল সেখানে। এবার ভুয়ো প্রিসাইডিং অফিসার নিয়োগের অভিযোগ উঠল আজিমগঞ্জে। অভিযোগ করলেন মুর্শিদাবাদ আসনের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights