সকাল ন’টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ সকাল সাতটা থেকে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে নির্বাচন শুরু হয়েছে। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় কোনও অশান্তির খবর এখনও নেই। এদিকে সকাল ন’টা পর্যন্ত জঙ্গিপুরে ১৬.৯৫ শতাংশ ও মুর্শিদাবাদে ১৪.৮৭ শতাংশ ভোট পড়েছে। মালদহ দক্ষিণে ভোট পড়েছে ১৬.৩ শতাংশ আর উত্তরে পড়েছে ১৫.৩৩ শতাংশ। গড়ে এই চার কেন্দ্রে ১৫.৮৫ শতাংশ ভোট পড়েছে দু’ঘন্টায়।

ভোট দিলেন খলিলুর রহমান

এদিকে সকাল সকাল নিজের ভোট নিজে দিয়ে এলেন জঙ্গিপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। তিনি শমসেরগঞ্জে দেবিদাসপুরে তাঁর নিজের বাড়ি। সেখানকার ভোটার তিনি। সেখানেই ভোট দিয়ে আবেগপ্রবণ খলিলুর বলেন, “এখানে ছোট থেকে বড় হয়েছি। এটা আমার জন্মস্থান। এখান থেকে ভোটার হিসেবেও নাম কাটাইনি।” যদিও ওই এলাকা মালদহ দক্ষিণের মধ্যে পরে। ভোট দেওয়ার আগে তাঁর বাবা ও মায়ের কবরে জিয়ারত করেন খলিলুর।

তিনি বলেন “সম্প্রীতি বজায় রেখে সকলে গিয়ে নিজের ভোট দিয়ে আসুন।” তিনি মনে করেন, “জঙ্গিপুরের মানুষ উৎসবের মেজাজেই ভোট দেবেন।”

আরও পড়ুনঃ আজ লড়াই একপেশেই

যদিও জঙ্গিপুরে ও রানিনগরে এজেন্ট বসানো নিয়ে দুটি ঘটনা ঘটে। হরিহরপাড়ায় ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ ওঠে। রানিনগরে লোচনপুরে ভুয়ো এজেন্টকে পুলিশে ধরিয়ে দেন সিপিএম প্রার্থী সেলিম নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights