শাহ আলমের চালক হত্যার দায়ে ধৃতদের জামিন

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ ২০২১ সাল। রানিনগর এলাকায় ব্যপক বোমাবাজিতে গুরুতর আহত হন রানিনগরের প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শাহ আলমের গাড়ির চালক সাত্তার শেখ ও দেহরক্ষী সোহেল রানা।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সোহেলের চিকিৎসা হলেও কলকাতার এসএসকে এমে চিকিৎসার জন্য সাত্তারকে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। সেই ঘটনায় তৃণমূলের আঙুল বিরোধীদের দিকে উঠলেও বিরোধী ও তৃণমূলের একাংশ দাবি করেন শাসকদলের গোষ্ঠী কোন্দলেই কার্তিক পাড়ায় সভাপতির গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটেছিল।

সেই ঘটনায় পুলিশ আসাদুল মল্লিক ও নাসিরুদ্দিন শেখ নামে দু’জনকে গ্রেফতার করে। তদন্ত শেষে সেই মামলার চার্জশিটও জমা পড়ে আদালতে। শুরু হয় বিচারপর্ব। কিন্তু একুশ জনের সাক্ষী গ্রহণ দেখা যায় ধৃতদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সাক্ষীর বয়ানের সঙ্গে মিলছে না।

আসাদুল মল্লিকের বিরুদ্ধে অভিযোগ, ঘটনার দিন সে ব্যাগভর্তি বোম হাতে দাঁড়িয়েছিল। কিন্তু বোম ছোড়ার অভিযোগ ছিল না। নাসিরুদ্দিনকে গুলি চালানোর অভিযোগে পুলিশ ধরলেও মৃতের ময়নাতদন্ত রিপোর্টে বলা হয় বোমের আঘাতে মৃত্যু হয়েছে। তার ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার ধৃতদের জামিন দিয়েছেন বলে জানান হাইকোর্টের আইনজীবি রবিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights