Bengaluru restaurant blast স্মৃতি ফেরাল ২০২২-এর

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এক ব্যক্তিকে সনাক্ত করেছে পুলিশ। NIA সন্দেহভাজনকে ধরে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। বেঙ্গালুরু ( Bengaluru)-র জনপ্রীয় রেস্তোরাঁ Rameshwaram Cafe -তে বিস্ফোরণ কান্ডে গত শুক্রবার দুপুরে যে দশজন আহত হয়েছেন তাদের মধ্য বছর ৪৫-এর এক মহিলার অবস্থা গুরুতর। সম্ভবত তিনি শ্রবণ ক্ষমতা হারিয়েছেন বলে চিকিৎসকদের অনুমান। বেঙ্গালুরু পুলিশের কাছ থেকে সেই মামলার তদন্তভার এখন NIA নিয়েছে। যদিও বেঙ্গালুরু সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি) বিস্ফোরণের তদন্তের জন্য আটটি দল গঠন করেছে। 

একটি পরিত্যক্ত ব্যাগে রাখা বিস্ফোরক থেকেই এই ঘটনা ঘটেছে তা ঘটনার দিনই নিশ্চিত করেছিল বেঙ্গালুরু পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ এক সন্দেহভাজনকে চিহ্ণিতও করেছিল। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার প্রায় এক ঘন্টা আগে ওই ব্যক্তি Rameshwaram Cafe-তে আসে। স্বল্প কিছু খাবার খায়। রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল ছাই রঙের ফুল শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, মুখ আঁটা ছিল মাস্কে। পুলিশের অনুমান সন্দেহজনক ওই ব্যক্তির বয়স তিরিশ বছরের আশপাশে।

তবে ২০২২ সালের নভেম্বর মাসের এক বিকেলের স্মৃতি ফিরিয়ে এনেছে Rameshwaram Cafe-র বিস্ফোরণ কান্ড। রাজ্যের নির্বাচন হতে এখনও কয়েকমাস বাকি। সেই সময় বেঙ্গালুরু থেকে ৩৭০ কিলোমিটার দূরে উপকূলীয় শহর ম্যাঙ্গালুরুতে বিস্ফোরণটি ঘটে। পুলিশ জানিয়েছিল, অটোরিকশার যাত্রী শরীক একটি কম তীব্রতার আইইডি বহন করছিলেন। গাড়ির ভিতরে ব্যাটারি লাগানো একটি পোড়া প্রেসার কুকার পাওয়া গিয়েছিল। সেই ঘটনার পেছনে পুলিশ বড়সড় সন্ত্রাসের পরিকল্পনার দাবি করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights