Ukraine-Russia যুদ্ধে প্রতারিত তেলেঙ্গনার যুবকের মৃত্যু

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ সুরাটের পর তেলেঙ্গনা। মহম্মদ আফসান (৩০) তেলেঙ্গনার বাসিন্দা। মারা গিয়েছেন Ukraine-Russia যুদ্ধক্ষেত্রে। ভারতীয় দুতাবাস X হ্যান্ডেলে সেই খবর জানিয়েছে। এও জানা গিয়েছে আফসনকে চাকরি দেওয়ার নাম করে রাশিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তাদের রাশিয়ান সেনাদের সঙ্গে থাকতে বাধ্য করা হয়। প্রথমে মাসিক ৪০ হাজার টাকা বেতন ও ধাপে ধাপে দু-লক্ষাধিক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। শুধু আফসান নয়, এইরকম আরও বেশ কিছু যুবককে চাকরির টোপ দিয়ে Ukraine-Russia যুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ।

চলতি বছর ফেব্রুয়ারী মাসে যখন এই খবর সামনে আসে সেই সময় বিদেশমন্ত্রক বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল বলে জানিয়েছিল। রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছিল। তার মধ্যেই আফসানের মৃত্যুর খবর এল।

আরও পড়ুনঃ MyBodyMychoice: নজির গড়ল ফ্রান্স

গত বছর নভেম্বর মাসে আফসান রাশিয়া গিয়েছিলেন। মস্কোতে চাকরির সুযোগ পেয়ে আফসান একটি কাপড়ের শোরুমে সেলসম্যান হিসেবে কাজ করছিলেন। ৩১ ডিসেম্বর শেষ ভিডিও বার্তায় তার পরিবারের সঙ্গে কথা হয়। তার পায়ে আঘাত লেগেছিল বলেও পরিবার জানতে পেরেছিল। এদিন তার মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পরে আফসানের পরিবার। তার দাদা ইমরান ভাইয়ের মৃতদেহ সরকারকে ফিরিয়ে আনতে অনুরোধ করেছেন।

গুজরাটের বাসিন্দা হেমিল মাঙ্গুকিয়া (২৩)। একইভাবে প্রতারিত হয়ে মস্কো যায় ও সেখানে গিয়ে Ukraine-Russia যুদ্ধে প্রথম সারিতে অংশ নিয়েছিলেন। চলতি বছর ২১ ফেব্রুয়ারী তাঁর মৃতু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights