
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্ক: দল বিরোধী মন্তব্যের জন্য ফের দলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে ক্ষমা চাইলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দলের চেয়ে জাত বড় বলে তৃণমূল কংগ্রেসকে একপ্রকার খাদের কিনারে নিয়ে গিয়েছিলেন তিনি। দলের পক্ষ থেকে তাঁকে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়। কিন্তু তিনি তার জবাব পাঠালেও দল সেই জবাবে সন্তুষ্ট হতে পারেনি।
আজ মঙ্গলবার তাঁকে সশরীরে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেন কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। বিধায়ক সেখানে হাজির হয়েছিলেন। পরে বিধানসভার বাইরে সাংবাদিকদের সামনে হাজির হয়ে তিনি বলেন, ” এ বিষয়ে যা বলার তা শোভনবাবুই বলবেন। আমার কিছু বলার নেই।”
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যের জেরে পাল্টা মন্তব্য করেছিলেন হুমায়ুন। যা রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দেয়। সমালোচনা পাল্টা সমালোচনার ঝড় ওঠে সমাজ মাধ্যমে। আর এসবের জন্য একাংশ সংবাদ মাধ্যমকে দায়ি করে হুমায়ুন বলেন, ” তাঁরা আমার কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিল।” যদিও পরে তিনি বলেন, ” দল আমাকে ডেকেছিল। আমাকে কিছু নির্দেশ দল দিয়েছে। আমিও আমার কথা দলকে জানিয়েছি। বিষয়টি মিটে গিয়েছে। আমি এ ব্যপারে কোনো কথা বলব না।”