বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে কৃষ্ণনাথ যোগ করার দাবি উঠল বিধানসভায়

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে কৃষ্ণনাথ নাম যোগ করার দাবি করলেন নবগ্রামের বিধায়ক কানাই মন্ডল। মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রীর কাছে এই দাবি করেন তিনি। তবে বল নিজের কাছে না রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঠেলে দিয়েছেন ব্রাত্য বসু। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী। আমি বহরমপুরের মানুষের কৃষ্ণনাথের প্রতি আবেগের কথা বুঝতে পারছি। মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। তিনিই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।”

এক কালির আঁচড়ে মুছে গিয়েছে কৃষ্ণনাথ কলেজ। রাজা কৃষ্ণনাথের দানের জমিতে ১৮৫৩ সালে মুর্শিদাবাদের বহরমপুরে যে কলেজ তৈরি হয়েছিল, সরকারের খাতায় কলমে আজ আর সেই কলেজের কোন ও অস্তিত্ব নেই। অথচ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আগে প্রতিষ্ঠিত এই কলেজ। যদিও স্নাতক স্তরে পঠন পাঠন এখনও হচ্ছে কৃষ্ণনাথ কলেজে।

জেলায় তৈরি হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। আর তা তৈরি হয়েছে কৃষ্ণনাথ কলেজের ঘর বারান্দা ব্যবহার করেই। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনও ভবন নেই। এমনকি কৃষ্ণনাথের নাম টুকুও নেই কোথাও। সেই নামটুকু টিকিয়ে রাখতে একাধিকবার সরকারের বিভিন্ন দফতরে এমনকি শি়ক্ষামন্ত্রীর সঙ্গেও প্রাক্তনীরা বৈঠক করেছেন তবু সিদ্ধান্ত থেকে নড়ানো যায়নি সরকারকে। সেই বৈঠকের কথাও এদিন বিধানসভায় স্বীকার করেছেন ব্রাত্য। পরিকাঠামোর প্রশ্নে ব্রাত্য বলেছেন, “বিশ্ববিদ্যালয়ের জমিতে বাউন্ডারি ওয়াল তৈরি হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছেন। সম্প্রতি কৃষ্ণনাথ কলেজের অধ্যাপকরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights