জামিন পেলেন বিরূপাক্ষ

Social Share

বিদ্যুৎ মৈত্র, বহরমপুরঃ তখনও “ডানা গজায়” নি তাঁর। তখনও ‘উত্তরবঙ্গ’ লবির “কেউকেটা চিকিৎসক” হিসেবে তাঁকে চেনে না কেউ। সেই ২০২১ সালেই তিনি মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য মহলে হয়ে উঠেছিলেন দুর্নীতি চক্রের মাথা। এমনটাই দাবি, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের বর্তমান ও প্রাক্তন চিকিৎসকদের একটি অংশের। মুর্শিদাবাদের জলঙ্গী থানায় তাঁর নামে জামিন অযোগ্য ধারায় আর্থিক দুর্নীতির মামলা হয় ২০২১ সালে। সম্প্রতি সেই মামলায় পুলিশ চার্জশিট জমা দিয়েছে। তাতে অবশ্য জামিন আটকানো যায়নি, দোর্দন্ডপ্রতাপ ওই চিকিৎসকের। শনিবার জামিন পেলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস। যাকে দিন দুয়েক আগে সাসপেন্ড করেছে স্বাস্থ্যভবন।

আদালত সূত্রে জানা যায়, এদিন বহরমপুর জজ কোর্টে মুখ্য বিচারবিভাগীয় আদালতে তিনি আত্মসমর্পণ করেন। বিচারক তাঁকে জামিন দেন। যদিও ওইদিনই বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং প্রাক্তন আরএমও অভীক দে-কে সাসপেন্ড করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল ও। কাউন্সিলের কোনও মিটিংয়ে আপাতত তাঁরা থাকতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights