জম্মু কাশ্মীরে ৪৪ কেটে ১৫ জনের প্রার্থী তালিকা দিল বিজেপি

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে বিজেপি’র সদর দফতরে ৪৪ জনের প্রার্থী তালিকা রবিবার প্রকাশ করেছিল গেরুয়া শিবির। যাঁরা জন্মু কাশ্মীরের তিন দফার বিধানসভা নির্বাচনে লড়াই করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু ২৪ ঘন্টাও কাটল না। সেই তালিকার অর্ধেকের বেশি নাম বাদ দিয়ে ১৫ জনের করা হল বলে বিশেষ সূত্রে জানা যায়। কিন্তু কেন বাকি নাম বাদ গেল তার কোনও সঠিক কারণ এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে জানানো হয়নি। দাবি করা হচ্ছে, তালিকায় কিছু গলদ থেকে যাওয়ায় বাকিদের নাম এখনই ঘোষণা করা হচ্ছে না।

সেপ্টেম্বর মাসের ১৮ ও ২৫, এবং অক্টোবরের ১লা জন্মু কাশ্মীরের ৯০টি আসনে বিধানসভা নির্বাচন হবে। ২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপের পর জন্মু-কাশ্মীর বিশেষ রাজ্যের মর্যাদা হারায়। তারপর থেকে জন্মু ও কাশ্মীরকে দুভাগে ভাগ করে দেয় বিজেপি সরকার। তারপর থেকে এবারই প্রথম কাশ্মীর উপত্যকায় হবে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে অংশ নিতে প্রথম দফার জন্য ১৫ জন, দ্বিতীয় দফায় ১০ জন এবং তৃতীয় দফার ভোটের জন্য ১৯ জনের নাম ঘোষণা করেছিল বিজেপি। এমনকি কৌশলমতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় ১৪ জন মুসলমানকেও প্রার্থী হিসেবে বাতিল হওয়া তালিকায় রাখা হয়েছিল। কাশ্মীরের হাব্বাকাদল কেন্দ্রে অশোক ভাট, পূর্ব অনন্তনাগে বীর সারাফ নামে দুই কাশ্মীরী পণ্ডিতও গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় ছিলেন। একজন মহিলা ও দলিতকে টিকিট দেওয়া হয় বিজেপির তরফে।

আরও পড়ুনঃ কেমন হল জম্মু-কাশ্মীরের নির্বাচন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights