রানিনগরের জনসভায় দেবের নিশানায় বিজেপি

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ তাঁর দল গরীব মানুষের জন্য স্বাস্থ্য থেকে শিক্ষা সব দিকে নানান প্রকল্পের ব্যবস্থা করেছে। লক্ষ্মীর ভাণ্ডার চালু করে মহিলাদের সম্মানিত করেছে। কিন্তু অন্য বিরোধী দল (বিজেপি) শুধু ধর্মের সুড়সুড়ি দিচ্ছে। এরা ভোটের সময় ভোট নেয় আর পরে চলে যায়। তাই ওই দলের হাত শক্ত করলে ভারতবর্ষে মন্দির থাকবে, মসজিদ থাকবে কিন্তু কোনও উন্নয়ন হবে না। তাই ওই দলকে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার ডাক দিয়ে গেলেন অভিনেতা দেব।

মুর্শিদাবাদ লোকসভা আসনে দ্বিতীয়বারের জন্য সাংসদ হওয়ার দৌড়ে নেমেছেন তৃণমূলের আবু তাহের খান। তাঁর ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন জোট প্রার্থী মহম্মদ সেলিম। তবু অসুস্থ শরীর নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মুর্শিদাবাদের বিদায়ী সাংসদ। শেষ বেলায় অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে রানিনগরের গোধনপাড়ায় ভোট প্রচারে এনে গুমোট গরমে দমকা হাওয়া দিয়ে চমক দিলেন স্থানীয় বিধায়ক সৌমিক হোসেন, বলছেন তাঁর ঘনিষ্ঠরা।

নির্দিষ্ট সময়ের প্রায় চার ঘণ্টা পরে সভায় উপস্থিত হয়ে দেব নিশানা করলেন বিজেপিকে। বললেন, “দশ বছর ধরে দেশকে ভাল রাখার জন্য এলাকার গরীব মানুষকে ভাল রাখতে কী কী কাজ করেছেন তার অন্তত দশটা তালিকা দিয়ে যান। না তা আপনার দিতে পারবেন না। কিন্তু আমরা গত ১৩ বছরে কী কী করেছি তার পুরো তালিকা আপনাদের দিয়ে দিতে পারব।”

রূপনারায়ণ সংঘের মাঠে পেশাদার অভিনেতার মাপা সাড়ে দশ মিনিটের ভাষণে অবশ্য ছিল না জোট প্রার্থীর কথা। মাঝে মধ্যেই তাঁকে কথা থামিয়ে দিতে হয়েছে ‘ভক্ত’দের ছবি তোলার হুল্লোড়ে। তবে তৃণমূলে সৌজন্যতার যে সংস্কৃতি চালু করেছেন তিনি সেই পথে হেঁটে একাধিকবার জনসভায় উপস্থিত মানুষজনের কাছে ক্ষমা চেয়েছেন দেব। যা তাঁকে অন্যদের তুলনায় পৃথক করেছেন বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও।

আরও পড়ুনঃ হায় রে সাংবাদিক! হায় রে সাংবাদিকতা!

One thought on “রানিনগরের জনসভায় দেবের নিশানায় বিজেপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights