সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ কাল বাদে পরশু তৃতীয় দফার নির্বাচন। ওই দিনই ভগবানগোলাতেও উপ-নির্বাচন হবে। একই দিনে হবে মুর্শিদাবাদ লোকসভার নির্বাচন। তার দিন দুয়েক আগে ভগবানগোলার রানিতলা থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে ভোটের কাজে তাঁকে আর ব্যবহার করা যাবে না।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম-কংগ্রেস জোট প্রার্থী মহম্মদ সেলিম অভিযোগ করেছিলেন ডোমকল, হরিহরপাড়ায়, রানিতলায় পুলিশ মানুষকে ভয় দেখাচ্ছিল। দুষ্কৃতিদের উৎসাহ দিচ্ছে তৃণমূলের হয়ে নির্বাচন করতে। তাঁরা নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন বলেও শনিবার দাবি করেছিলেন সেলিম।
আরও পড়ুনঃ ‘শূন্যে’র ভিতরেও ঢেউ জলঙ্গীতে
তারমধ্যেই ওসিকে সরিয়ে দেওয়া হল। যদিও রাজ্যকে তিনজন অফিসারের নাম পাঠাতে বলা হয়েছে। রবিবারের মধ্যেই ওই থানায় নতুন অফিসারকে পাঠানো হবে বলে কমিশন সূত্রে খবর।
চলতি নির্বাচনের মুখে পক্ষপাত্বিতের অভিযোগে প্রথমে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি, পরে বেলডাঙা থানার আইসি ও ওসি বদলের পর এদিন রানিতলার থানার ওসি বদল করল কমিশন।