‘রেমাল’-এর আশঙ্কায় বাতিল ট্রেন, বিমানও

Social Share

সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ আজ শনিবার রাত থেকেই দামাল হাওয়ায় উত্তাল হতে পারে বঙ্গ। ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়টি সাগর দ্বীপ এবং খেপুপাড়ার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে , যা বাংলাদেশ এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ অঞ্চলকে প্রভাবিত করবে।

আরও পড়ুনঃ পাঁচটা পর্যন্ত রাজ্যের কোথায় কত ভোট পড়ল ষষ্ঠ দফায়

শনিবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ রবিবার মধ্যরাত থেকে আগামী ২১ ঘন্টার জন্য বিমান চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। যাত্রী নিরাপত্তার কথা ভেবে হাওড়া থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। শনিবার শিয়ালদহ শাখাতেও বাতিল হয়েছে একগুচ্ছ লোকাল ট্রেন। মূলত সাউথের লক্ষ্মীকান্তপুর, বজবজ, ক্যানিং, ডায়মন্ড-হারবারের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব রেল। রবিবার ও সোমবার বন্ধ থাকবে রেল চলাচল। ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল।

হাওয়া অফিসের দাবি, প্রবল শক্তি অর্জনের ফলে ভারী বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, ২৬ এবং ২৭ মে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা এবং উত্তর ওড়িশার পার্শ্ববর্তী জেলাগুলিতে বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত সহ বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একইভাবে ২৬ এবং ২৭ মে মিজোরাম, ত্রিপুরা এবং দক্ষিণ মণিপুরে বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত সহ বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights