
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্ক: আজ উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। সেই পরীক্ষায় বসার আগেই সাপে কামড়েছে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে। ঘটনাটি ঘটেছে বহরমপুরে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই পরীক্ষার্থী। হাসপাতাল সূত্রে জানা যায়, তৃণা নাগ নামের ওই পরীক্ষার্থী সাপে কামড়ানো অবস্থায় রাত ১২.৪২ মিনিটে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। জরুরী কালীন পরিস্থিতিতে তাঁকে তৎক্ষণাৎ চিকিৎসা করা হয়।
বিপদোন্মুক্ত হলেও এখনও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় এখনও সে হাসপাতালে চিকিৎসাধীন। যদিও ওই পরীক্ষার্থী আজ সকালে একটু সুস্থতা বোধ করলে পরীক্ষায় বসার ইচ্ছের কথা বাবা মা কে জানায়। তার ইচ্ছে মতো হাসপাতাল থেকেই পরীক্ষা দেওয়ার বন্দ্যোবস্ত করা হয়েছে বলে জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষার জেলা যুগ্ম আহ্বায়ক প্রলয় মণ্ডল। মহারানী কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ওই পরীক্ষার্থীর লিপিকা মেমোরিয়াল গার্লস স্কুল থেকে পরীক্ষা দেওয়ার কথা ছিল।
কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চৈতালী চট্টোপাধ্যায় বলেন, ” আমাকে ছাত্রীর বাবা ঘটনার কথা জানান। একইসঙ্গে মেয়ের পরীক্ষা দিতে চায় বলেও জানান। আমি তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরীক্ষার ব্যবস্থা করি। ও আজ হাসপাতালের শয্যায় বসেই পরীক্ষা দিচ্ছে।” বাবা মা অবশ্য উদ্বেগের মধ্যে আছেন বলেও জানান ওই প্রধান শিক্ষিকা।