
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংসদ আয়োজিত ৭২ তম ক্রীড়া প্রতিযোগিতায় চাম্পিয়ন হল ডোমকল। বহরমপুর স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা। উন্মোচন হয় ম্যাসকটের।
সেই প্রতিযোগিতায় মুর্শিদাবাদ জেলার পাঁচটি মহকুমার মাধ্যমিক স্তরের ৫১৫ জন পড়ুয়া ৭০টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিরা সকলেই মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতার স্থানাধিকারী। তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মিলিয়ে ১৪৭ পয়েন্ট পেয়ে ছেলে ও মেয়ে উভয় বিভাগে প্রথম হয়ে চাম্পিয়ন হয়েছে ডোমকল মহকুমা। ১০২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে লালবাগ মহকুমা। সদর মহকুমা ৯২ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে।
ডোমকল ছেলেদের ১৮টি সোনা আর মেয়েদের ১৪টি সোনা মিলিয়ে মোট ৩২টি সোনার পদক জিতেছে। লালবাগ ছেলেদের ৯টি সোনা আর মেয়েদের ৮টি সোনা মিলিয়ে মোট ১৭টি সোনার পদক জিতেছে। সদর মহকুমা ছেলেদের ৫টি ও মেয়েদের ৬টি মোট ১১টি সোনার পদক পেয়েছে।
রৌপ্য পদক প্রাপ্তির নিরিখে অবশ্য সবচেয়ে বেশি পদক জিতেছে সদর মহকুমা। ছেলেদের ১১টি ও মেয়েদের ১৪টি মোট ২৫টি রূপা পেয়েছে। ডোমকল ছেলেদের ১১টি রূপা আর মেয়েদের ৭টি রূপা মিলিয়ে মোট ১৮টি রূপা জিতেছে। লালবাগ ছেলেদের ৮টি রূপা আর মেয়েদের ৫টি রূপা মিলিয়ে মোট ১৭টি রূপা জিতেছে।
ব্রোঞ্জ পদক প্রাপ্তিতে লালবাগ এগিয়ে অন্য দুই মহকুমার তুলনায়। ছেলেদের ১৪টি ও মেয়েদের ১১টি মিলিয়ে মোট ২৫টি ব্রোঞ্জ পদক জিতেছে। ডোমকল ছেলেদের ৮টি আর মেয়েদের ৭টি মিলিয়ে মোট ১৫টি ব্রোঞ্জ পদক পেয়েছে। একটি বেশি পেয়ে সদর মহকুমার মোট ব্রোঞ্জ প্রাপ্তি ১৬। ছেলে ও মেয়ে উভয়ই ৮টি করে ব্রোঞ্জ পেয়েছে।
মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক গোলাম সাবির বলেন, ” যারা এদিনের প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান পেয়েছে তারা রাজ্যস্তরে খেলতে যাবে। রাজ্য থেকে জাতীয় স্তর হয়ে ওই প্রতিযোগীরা আন্তর্জাতিক স্তরে খেলতে যাওয়ার সুযোগ পাবে।”