শাসক ঘনিষ্ঠ বলেই কী অধ্যক্ষ পদে বহাল সন্দীপ?

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ স্বাস্থ্যভবনের শীর্ষ কর্তার কলমের খোঁচায় বদলি হয়ে গেলেন আরজিকর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠ। তাঁর জায়গায় হাসপাতালের ডিন বুলবুল মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে সুপারের। অথচ অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য দফতর। আইনত, হাসপাতালের প্রশাসকদের অন্যতম মাথা অধ্যক্ষ। শুক্রবার ওই হাসপাতালের চারতলার সেমিনার রুমে এক তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের পরে অসংবেদনশীল মন্তব্য করেছিলেন অধ্যক্ষ সন্দীপ। ওই কলেজের পড়ুয়া থেকে চিকিৎসক এমনকি চুক্তিভিত্তিক কর্মীরাও অধ্যক্ষের বিরুদ্ধে সরব। স্বাস্থ্য ভবনের নয়া নির্দেশে ফের অধ্যক্ষের সঙ্গে তৃণমূল যোগের জল্পনাতেই শিলমোহর পড়ল বলছেন সন্দীপ বিরোধীরা। চিকিৎসক সংগঠনের পক্ষ থেকেও স্বাস্থ্যভবনের সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে।

আরও পড়ুনঃ R G KAR HOSPITAL এর প্রিন্সিপাল নবান্ন আর তৃণমূল ভবনে বেশি থাকেনঃ দেবাঞ্জন

এমনকি ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে হাসপাতালের সবার সু-সম্পর্ক থাকলে অধ্যক্ষের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল জানতে চাইছে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, ধৃত সিভিক ভলান্টিয়ার হাসপাতালের দালাল। সেই দালালের সঙ্গে শাসক ঘনিষ্ঠ সন্দীপের কোনও যোগাযোগই ছিল কি? তাঁকে কী চিনতেন না অধ্যক্ষ। পুলিশ কী সে ব্যাপারে অধ্যক্ষের সঙ্গে কথা বলেছে? না বলে থাকলে ধৃত সঞ্জয়ের ব্যপারে আরও তথ্য পেতে পুলিশকে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে অনুরোধ করেছে নাগরিক সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights