সংবাদ হাজারদুয়ারী ওয়েবডেস্কঃ আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ কান্ডে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। সঞ্জয় রায় নামে ধৃত ওই ব্যক্তিকে আজ আদালতে তোলা হবে বলে সাংবাদিক সম্মেলন করে জানান কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে জানিয়ে তিনি বলেন “এই ধরনের নারকীয় হত্যাকান্ডের সঙ্গে যুক্ত অপরাধীরা সর্বোচ্চ শাস্তি পাবে।”
ধৃত সঞ্জয় হাসপাতালের কেউ নয়। কিন্তু তাঁর হাসপাতালে ছিল অবাধ যাতায়াত। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন “এই নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আবেদন করা হবে।” তিনি এই কান্ড পরিবার চাইলে সিবিআইকে দিয়েও তদন্ত করাতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতায় ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন কলেজে কলেজে বিক্ষোভ দেখাচ্ছেন কর্তব্যরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের নিরাপত্তার দাবি তুলেছেন। আরজিকরের মহিলা জুনিয়র চিকিৎসকদের দাবি, তাঁদের জন্য নিরাপত্তার লেশমাত্র নেই। নেই পোশাক ছাড়ার আলাদা ঘর। নেই শৌচালয়ও।