সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ আজ থেকে বন্ধ হতে পারে মুরগী পরিবহন। আনাজের বেলাগাম দামের মাঝেই এই দুঃসংবাদে ফের মাথা ব্যাথা বাঙালীর। পরিবহন বন্ধ থাকলে বাড়বে দাম। এমনকি সর্বত্র অমিলও হতে পারে মুরগী।
কিন্তু কেন এমন হল? ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা আজ থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন। এর জন্য পুলিশের “তোলা আদায়”কে দায়ি করেছেন তাঁরা। সংগঠনের সম্পাদক কার্তিক চন্দ্র সাহা জানিয়েছেন, বৈধ কাগজ থাকা সত্বেও পুলিশ জোর করে টাকার দাবি করে। সেই টাকা দিতে পারবে না বলায় গাড়ির হেল্পার সমীর ঘোষকে পুলিশ বেধড়ক মারধর করে বলে দাবি সংগঠনের।
বেলদা থানায় ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১১ তারিখ মাঝরাতে গুরুতর আহত অবস্থায় সমীরকে প্রথমে বেলদা হাসপাতালে ও পরে মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে সূত্রের দাবি। তারই প্রতিবাদে এই ধর্মঘট বলে দাবি কার্তিকের। তিনি বলেন, “আজ বৃহস্পতিবার রাত ১২টা থেকে আর মুরগী বোঝাই গাড়ি গড়াবে না বাংলায়।”
এমনিতেই আলু, পেঁয়াজের দামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঢেঁড়শ, পটল, লঙ্কা, টমেটোর দাম। বাজারে এখন পোলট্রির দাম দু’শোর ওপর। এই অবস্থায় মুরগী পরিবহন বন্ধ থাকলে দাম আরও বাড়বে বলে আশঙ্কা আমজনতার। উপায় কী?
সংগঠনের পক্ষ থেকে অবশ্য কোনও সদুত্তর মেলেনি। তাঁরা আপাতত অনির্প্রাদিষ্টকাল ধর্মঘটেই অনড়। তবে একইরকম ঘটনা ঘটেছিল মাস কয়েক আগে মৌমাছি প্রতিপালকদের সঙ্গেও। এদিন তাঁদের সংগঠন মধুক্রান্তি বি-ফার্মার্স ওয়েলফেয়ার সোসাইটির রাজ্য সভাপতি উৎপল দত্ত বলেন, ” একইভাবে আমাদের মৌমাছি বোঝাই গাড়ি ধরে অকারণে হেনস্থা করত পুলিশ, আরটিও-র লোকজন। পরে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানানোর পরে এই অসভ্যতামি দূর হয়। ওদেরকে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো উচিত।”