কলকাতা মেডিক্যালে নয়া ক্যানসার ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Social Share

অরুণ সোম, কলকাতাঃ Calcutta Medical College and Hospital-এ চালু হল রিজিওনাল ক্যানসার হাসপাতাল। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার  হাবড়া থেকে ভার্চুয়ালি এই কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাসপাতালের Academic Building এবং অধ্যক্ষ অফিসের মাঝের জায়গায় তৈরি হয়েছে এই ১০৯ বেডের এই সাততলা ক্যানসার ভবন।

যদিও এই হাসপাতালে আগে থেকেই ক্যানসার বিভাগ ছিল। সেই পুরনো বিভাগ এখন উঠে যাবে নব নির্মিত এই ভবনে। সংশ্লিষ্ট চিকিৎসকরাও এবার থেকে এই বিভাগেই কাজ করবেন। বাইরে থেকে আসবেন বিশেষজ্ঞ চিকিৎসকও। পুরনো ভবন অচল হচ্ছে না সেখানে ক্যানসার আক্রান্ত রোগীদের রেডিয়েশন দেওয়ার কাজ আগের মতোই হবে।

আরও পড়ুনঃ বহরমপুরে দলীয় প্রার্থীর প্রচার করবেন Mamata Banerjee

হাসপাতাল সূত্রে খবর, নতুন ভবনের একটি তলায় বসবে সিটি সিম্যুলেটর, ব্র্যাকিথেরাপি এবং লিনিয়র অ্যাক্সিলারেটরের মতো আধুনিক যন্ত্র। আর একটি তলায় ক্যানসার রোগীদের চিকিৎসা করা হবে। একদম নীচে থাকবে নিউক্লিয়ার মেডিসিন বিভাগ। দোতলায় থাকবে অঙ্কোপ্যাথোলজি বিভাগ। তিনতলায় রেডিওথেরাপি ওয়ার্ড। চারতলায় মেডিক্যাল অঙ্কোলজি ওয়ার্ড। পাঁচতলায় সার্জিক্যাল ও মেডিক্যাল অঙ্কোলজি ওয়ার্ডে থাকছে। ক্যানসার রোগীদের অস্ত্রোপচারের জন্য ওটি এবং প্রি–পোস্ট অপারেটিভ ওয়ার্ড থাকছে ছ’তলায়। আর সাততলায় থাকছে নিউক্লিয়ার মেডিসিন ও মেডিক্যাল অঙ্কোলজি, ব্র্যাকিথেরাপি ওটি এবং অঙ্কোপ্যাথোলজি ল্যাবরেটরি।

ক্যানসার আক্রান্ত রোগীরা বেসরকারি হাসপাতালের মতো এখানে পরিষেবা পাবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights