সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ প্রথম দফার ৩৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল Congress. অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি শুক্রবার তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, ছত্তিশগড়, মেঘালয়, নাগাল্যান্ড এবং সিকিম রাজ্যের লোকসভা কেন্দ্রের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আবার কেরালার ওয়েনাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিরুবনন্তপুরম থেকে বিজেপির রাজীব চন্দ্রশেখরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন শশী থারুর।
ঘোষিত মোট ৩৯ জন প্রার্থীর মধ্যে ১৬ জন কেরালার, ৭জন কর্ণাটক, ৬ জন ছত্তিসগড়, ৪ জন তেলেঙ্গানা,২ জন মেঘালয় এবং একজন করে নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা এবং লাক্ষাদ্বীপের।
তেলেঙ্গানা থেকে ঘোষিত চারটি নামের মধ্যে একজন মহিলা। চেভেল্লা লোকসভা আসন থেকে লড়বেন পাটনম সুনিথা মহেন্দ্র রেড্ডি। তিনি বিআরএসের প্রাক্তন মন্ত্রী পাটনম মহেন্দ্র রেড্ডির স্ত্রী। তিনি এই আসনে বিজেপির প্রাক্তন সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডির বিরুদ্ধে লড়াই করবেন।
নালগোন্ডা লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রবীণ নেতা কে জানা রেড্ডির ছেলে কে রঘুবীর রেড্ডি ঘোষণা করা হয়েছে। জন রেড্ডির আরেক ছেলে কে জয়বীর রেড্ডি 2023-এর নির্বাচনে নাগার্জুন সাগর বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে পরিবারের কাছে এটি দ্বিতীয় টিকিট। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পরিকা বলরাম নায়েক মাহবুবাবাদ (এসটি সংরক্ষিত) আসন থেকে এবং সুরেশ কুমার শেটকর জহিরাবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বলেছেন ” আমাদের অগ্রাধিকার হল এই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী মোদিকে পরাজিত করার জন্য সর্বাধিক লোকসভা আসন জয় করা। আমাদের লক্ষ্য হল কংগ্রেস পার্টির জন্য সর্বাধিক সংখ্যক সংসদীয় আসন জেতা।”
বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, সোনিয়া গান্ধী, সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী জুমের মাধ্যমে বৈঠকে যোগ দেন। কংগ্রেস বলেছে যে বাকি রাজ্যগুলি পরবর্তী ১১ মার্চের বৈঠকে আলোচনার জন্য নেওয়া হবে।