Delhi Cop নামাজ পড়তে বসা মুসলমানদের সজোরে মারলো লাথি

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ দিল্লির ইন্দরলোকের রাস্তায় নামাজ পড়ছিলেন মুসলিম পুরুষরা। হঠাৎ তাদের লক্ষ্য করে এগিয়ে আসে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন পদস্থ পুলিশ আধিকারিক এসে সজোরে লাথি মারেন তাঁদের একজনকে। এরপর যাঁরা নামাজ পড়ছিলেন তাঁদের কারও চুল ধরে মাথা উঠিয়ে দেন। তারপরেই একে একে এসে মুসলিমরা লাথি মারার কারণ জানতে চায়। তাদেরকে প্রথমে ধমক চমক দিলেও খানিক পরে অবশ্য পিছু হঠতে বাধ্য হয় পুলিশ। সংবাদ হাজারদুয়ারি সেই ভিডিও যাচাই করে নি। তবে দিল্লি পুলিশ অভিযুক্ত পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে বলে দাবি সূত্রের।

সূত্রের দাবি, ইন্দরলোক এলাকার একটি মসজিদে জুম্মাবারের নামাজে ভিড় হয়েছিল। তাই মসজিদ সংলগ্ন রাস্তায় বসে বাকিরা নামাজ পড়ছিলেন। পুলিশের দাবি, রাস্তায় যানজটের কারণে ভিড় সরাতে পুলিশ হাজির হয় ওই এলাকায়। স্থানীয়দের দাবি ভিড় সরানোর নামে পুলিশ তাদের লাথি মারতে শুরু করে। যা নিয়ে পরবর্তী সময়ে ওই এলাকায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন অভিযোগকারীরা।

কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ী ঘটনার একটি ভিডিও শেয়ার করে বলেছেন, “দিল্লি পুলিশ সম্ভবত মানবতার মূল্য বোঝে না। এই পুলিশের মনে এত ঘৃণা কিসের?” ওই পোস্টে তিনি পুলিশকে অনুরোধ করেছেন অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা দায়ের করতে এবং তার চাকরি থেকে বরখাস্ত করতে। ইন্ডিয়া টুডে’র সংবাদ প্রতিনিধিকে উপ-পুলিশ কমিশনার (উত্তর) এম কে মীনা বলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights