বাংলায় প্রথম দফার প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ প্রথম দফা নির্বাচনের নমিনেশন জমা দেওয়া পর্বে দেশ জুড়ে আরও ৫৭টি আসনের প্রার্থী ঘোষণা করল ভারতের জাতীয় কংগ্রেস। তারমধ্যে বাংলার আটটি আসন রয়েছে। কানাঘুষো সত্যি করে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামিজ (ভিক্টর)কে রায়গঞ্জ থেকে প্রার্থী করল কংগ্রেস। ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ভিক্টর চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন ভিক্টর। ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের কাছে হেরে ২০২২ সালের অক্টোবর মাসে তিনি কংগ্রেসে যোগ দেন। ওই বছরেই ভাইপো ভিক্টরের পথ ধরে নভেম্বর মাসে বহরমপুরের জনসভা মঞ্চ থেকে কংগ্রেসে যোগ দেন ফরোয়ার্ড ব্লকের সদস্য তথা রাজ্যের (Forward Bloc) প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি। সেই সময় থেকেই হাওয়া ভেসেছিল দু’জনের একজনকে লোকসভায় টিকিট দেবে কংগ্রেস।

নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই বাংলায় ১০-১২টি আসনে লড়াই করবার কথা প্রদেশ কংগ্রেস থেকে জানানো হচ্ছিল। তারমধ্যে আজ বুধবার রাজ্যে প্রথম আট জনের তালিকা প্রকাশ করা হল। বামেদের প্রার্থী তালিকা প্রকাশ করার দিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছিলেন, ” বাংলার সব আসনে আমরা প্রার্থী দিতে পারব এমন কথা বলছি না। তবে যেখানে আমরা লড়াই করতে পারব সেখানে আমরা লড়াই করব।”

প্রত্যাশিত মতো মুর্শিদাবাদের বহরমপুরে অধীর চৌধুরী ও জঙ্গিপুরে মহম্মদ মুর্তোজা হোসেন ওরফে বকুলের নাম যেমন তালিকায় আছে তেমনি তালিকায় আছে পুরুলিয়া থেকে নেপাল মাহাতোর নাম। তাছাড়াও মালদা উত্তরে মোস্তাক আলম, দক্ষিণে ইষা খান চৌধুরী, কলকাতা উত্তরে প্রদীপ ভট্টাচার্য, বীরভূমে মিল্টন রশিদ কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়াই করবে। বাকি আসনে বামেদের সমর্থন করবে কংগ্রেস? প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, ” বাকি আসনের প্রার্থীও সময়মতো ঘোষণা করা হবে।”

১৯ এপ্রিল বাংলায় প্রথম দফার ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে। সেই তিন আসনে বামেরা প্রার্থী দিয়েছে। কংগ্রেসের প্রথম দফার তিন কেন্দ্রের প্রার্থীর নাম নেই। একইভাবে বামদের ঘোষিত ১৬টি আসনে নেই কংগ্রেস প্রার্থীর নামও। এই আসনগুলিতে আসন সমঝোতার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ধরে নেওয়া যায় ওই আসনে জোট বেঁধেই লোকসভা নির্বাচনে লড়াই করবে দুই দল। বাকি আসনগুলি নাম দু-তরফে ঘোষণা হলে পরিস্কার হবে বাংলার কোথায় কত আসনে তাঁরা এই সমীকরণ মেনে চললেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights