হুমায়ুনের সঙ্গে সহমত দলের চেয়ারম্যান নিয়ামত

Social Share
মিছিলে নিয়ামত ও হুমায়ুন, বুধবার বহরমপুরে

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ প্রথম কী শেষ। দলের পক্ষ থেকে তাঁকে যেভাবেই সতর্ক করা হোক না কেন, তিনি যে তাঁর মতেই স্থির ফের একবার প্রমাণ দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে আরও একবার সংবাদ শিরোনামে উঠে এলেন তিনি। এবার তাঁর নিশানায় দলের মুর্শিদাবাদের বহরমপুর সংগঠনের সভাপতি অপূর্ব সরকার ও যুব সংগঠনের জেলা সভাপতি ভীষ্মদেব কর্মকার। যদিও সহমত পোষণ করে এদিন হুমায়ুনের পাশে দাঁড়িয়েছেন সংগঠনের চেয়ারম্যান নিয়ামত শেখ।

সালারে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় হুমায়ুন অভিযোগ করেছেন, দলে জেলার শীর্ষ নেতারা হুমায়ুনের বিরুদ্ধে উস্কানির মদতদাতা। তাঁদের উস্কানিতেই ভরতপুরে দলের দুই ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান ওরফে সুমন ও নজরুল ইসলাম ওরফে টারজান বিধায়ক হুমায়ুনকে মানেন না। তার উদাহরণ হিসেবে হুমায়ুন তুলে এনেছেন একুশে জুলাইয়ের এক প্রস্তুতি সভাকে। গত রবিবার বহরমপুরে যুব কংগ্রেসের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার ডাক দিয়েছিল জেলা তৃণমূল যুব কংগ্রেস। সেখানে হুমায়ুনের সঙ্গে একইমঞ্চে উপস্থিত ছিলেন সুমন ও টারজান। হুমায়ুনের কাছে তা অপমান বলে মনে হয়ছে। সেই কারণেই তাঁর বিষোদগার বলে দাবি হুমায়ুন ঘনিষ্ঠদের।

এ ব্যাপারে জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ” মন্তব্য  নিষ্প্রয়োজন।” কোনও মন্তব্য করতে চাননি ভীষ্মদেব কর্মকারও। যদিও তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সংগঠনের চেয়ারম্যান নিয়ামত শেখ বলেন ” হুমায়ুন ঠিকই বলেছেন। তাঁকে অপমান করতেই এসব করা হয়েছে।” তিনিও মনে করেন ” হুমায়ুনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।”

প্রসঙ্গত, তৃণমূলের বহরমপুর সংগঠনের পূর্বতন জেলা সভাপতি শাওনী সিংহরায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছিলেন জেলার যে ক’জন বিধায়ক তারমধ্যে ছিলেন নিয়ামত শেখ, হুমায়ুন কবীর, অপূর্ব সরকার, সাহিনা মমতাজ বেগম। নিয়ামত, অপূর্ব দলে পদ পেলেও সংগঠনের কোনও পদে নেই হুমায়ুন কবীর ও সাহিনা মমতাজ। আর ওই দুই বিধানসভাতেই বিধায়ক ও ব্লক সভাপতিদের মধ্যে বিবাদ আজও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights