
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে। কালি লাগানো হচ্ছে দল ও তাঁর সম্মানে। আর এসব উদ্দেশ্য প্রণোদিতভাবেই হচ্ছে। বাম যুব নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় এই দাবি করলেও তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, অভিযোগ জানিয়ে তাহলে উনি সাইবার ক্রাইম থানায় যাচ্ছেন না কেন?
শুক্রবার দিনভর মিনাক্ষীর নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফিরহাদ হাকিমের ছবি দিয়ে একটি পোস্ট ভাইরাল হয় ফেসবুকে। সেখানে জড়িয়ে দেওয়া হয় মুসলিম সমাজকে। সেই পোস্টের স্ক্রিনশট তুলে নিজের অ্যাকাউন্টে শনিবার পোস্ট করেন কুনাল। পরে তা জানাজানি হতে নড়েচড়ে বসে সিপিএম দল ও মিনাক্ষী নিজেও। শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ মিনাক্ষী সিপিএম রাজ্য কমিটির মেইল থেকে লালবাজারের সাইবার ক্রাইমে একটি অভিযোগ পত্র মেইল করেন বাম যুবনেত্রী।
সেখানে তিনি তাঁর একটি এক্স হ্যান্ডেল, একটি ফেসবুক পেজ ও একটি নিজস্ব অ্যাকাউন্টের উল্লেখ করেন। তাছাড়া যে সমস্ত প্রোফাইেলে তাঁর ছবি ও নাম ব্যবহার করা হচ্ছে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্য প্রযুক্তি আইনে পুলিশকে ব্যবস্থা নিতেও বলেন এই বাম যুব নেত্রী।