দিনহাটা কান্ডে রিপোর্ট তলব রাজ্যপালের, উত্তেজনা উত্তরে

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ কথায় বোঝাপড়া নয়। একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিধায়ক ও সাংসদ। দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ আর সাংসদ নিশীথ প্রামাণিক জড়িয়ে পড়লেন মল্লযুদ্ধে। দু’জনেই আবার মন্ত্রী। একজন রাজ্যের অন্যজন কেন্দ্রের। দোষ কার তা জানতে রাজভবন তার পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল রাজ্য পুলিশের ডিজির কাছে। লোকসভা নির্বাচনে আদর্শ আচরণ বিধি চালু হয়ে গিয়েছে। রাজ্যের প্রথম দফাতেই উত্তরবঙ্গের ভোটগ্রহণ হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে । এই ঘটনা এলাকায় উত্তেজনা তৈরি করেছে নতুন করে। আজ বুধবার এলাকায় ধর্মঘটের ডাক দিয়েছে তৃনমূল।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে দিনহাটায় দুই জনপ্রতিনিধির এমন কান্ডে কার্যত বিব্রত বোধ করেন এলাকাবাসীও। বিজেপির অভিযোগ, আগে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালায় রাজ্য়ের মন্ত্রী উদয়ন গুহের অনুগামীরা। তৃণমূলের পাল্টা অভিযোগ, উদয়ন গুহ এক তৃণমূল নেতার বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেই সময় নিশীথ প্রামাণিক এবং তাঁর দলবল এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি করে।

তার জেরে দুই মন্ত্রীর মধ্য়ে প্রায় হাতাহাতি হয়ে যায়। দু’দলকেই সামলাতে লাঠি উঁচিয়ে আসতে হয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে লাঠি নিয়ে রাস্তায় নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মাথায় আঘাত পান এসডিপিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights