সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ আগেই জানিয়ে ছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস মিলিয়ে উত্তর থেকে দক্ষিণ মঙ্গলবার রাতে কোথাও হাল্কা কোথাও হল ভারি বৃষ্টি। বুধবার সকালেও তার রেশ বজায় রেখে চলল ঝিরঝিরে বৃষ্টি। আগামী দু’তিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর রেশ চলবে শুক্রবার অবধি, দাবি আবহাওয়া দফতরের।
দিন কয়েক আগে রোদের দাপটে প্রায় জনশূন্য হয়ে পড়েছিল পথ ঘাট। কলকাতা সহ কয়েকটি জায়গায় দিন কয়েক আগেই ঝড়ের সঙ্গে শুরু হয়েছিল বৃষ্টিপাতও। কোথাও ছিল তীব্র গরম। সেই দাবদাহ থেকে বসন্তের বৃষ্টি কিছুটা স্বস্তি দিল বৈ কী। তবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় মঙ্গলবার গভীর রাতে। বাদ নেই কলকাতাও। রাত থেকেই বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা।