দেশে ভোট শুরু ১৯শে, বঙ্গেও ভোট সাত দফায়

Social Share

সংবাদ প্রতিবেদনঃ দেশে ১৯ এপ্রিল হবে প্রথম দফার লোকসভা নির্বাচন। সাত দফায় ভোট হবে বঙ্গেও । ০১ জুন হবে শেষ দফার ভোট। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও উত্তরপ্রদেশেও লোকসভা ভোট হবে সাত দফায়। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার শনিবার এই ঘোষণা করে। দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল।  তৃতীয় দফার ভোট হবে ৭ মে। চতুর্থ দফার ভোট হবে ১৩ মে। পঞ্চম দফার ভোট হবে ২০ মে। ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে। ৪ জুন ভোটগণনা।

বাংলায় ভোটের শুরু উত্তরবঙ্গ থেকে। ১৯ এপ্রিল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভোট। ২৬ এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। ৭ মে মালদহ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোট।  ১৩ মে কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর, বীরভূম, বোলপুরে ভোট। ২০ মে হুগলি, হাওড়া, আরামবাগ, উলুবেড়িয়াতে ভোট। ২৫ মে বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুকে ভোট। উপনির্বাচন হবে ভগবানগোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights