সংবাদ প্রতিবেদনঃ দেশে ১৯ এপ্রিল হবে প্রথম দফার লোকসভা নির্বাচন। সাত দফায় ভোট হবে বঙ্গেও । ০১ জুন হবে শেষ দফার ভোট। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও উত্তরপ্রদেশেও লোকসভা ভোট হবে সাত দফায়। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার শনিবার এই ঘোষণা করে। দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল। তৃতীয় দফার ভোট হবে ৭ মে। চতুর্থ দফার ভোট হবে ১৩ মে। পঞ্চম দফার ভোট হবে ২০ মে। ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে। ৪ জুন ভোটগণনা।
বাংলায় ভোটের শুরু উত্তরবঙ্গ থেকে। ১৯ এপ্রিল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভোট। ২৬ এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। ৭ মে মালদহ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোট। ১৩ মে কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর, বীরভূম, বোলপুরে ভোট। ২০ মে হুগলি, হাওড়া, আরামবাগ, উলুবেড়িয়াতে ভোট। ২৫ মে বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুকে ভোট। উপনির্বাচন হবে ভগবানগোলা।
চলতি বছর ৪৯. ৭ কোটি পুরুষ ভোটার ও ৪৭.১ কোটি মহিলা ভোটার ভোট দেবেন।
দেশে নতুন ভোটার ১.৮ কোটি, যাদের বয়স ১৮-১৯ বছর। তাদের মধ্যে মহিলা ভোটার বেশি। প্রায় ৮৫.৩ লক্ষ।
২০-২৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ১৯.৭৪ কোটি।
দেশের প্রত্যেক বুথে পানীয় জল, পর্যাপ্ত আলো, হুইল চেয়ার থাকা বাধ্যতামূলক করেছে কমিশন। দেশ জুড়ে ২১০০ পর্যবেক্ষক থাকবে। ১৯৫০ নম্বরে ফোন করলে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।