সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ষষ্ঠ দফা নির্বাচনেই শেষ হল পাঁচ আসনের জম্মু ও কাশ্মীরের নির্বাচন। এদিন কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরীতে নির্বাচন ছিল। এই লোকসভা আসনের মধ্যে ১৮টি বিধানসভা পরে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শনিবার কাশ্মীরে ৫৪.৪৬ শতাংশ ভোট পড়েছে।
একইসঙ্গে নির্বাচন কমিশন দাবি করেছে, গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে চলতি বছর নির্বাচনে। বিকেল পাঁচটা পর্যন্ত শ্রীনগরে ৩৮.৪৯%, বারামুল্লা ৫৯.১% এবং অনন্তনাগ-রাজৌরি ৫১.৩৫% শতাংশ ভোট পড়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দাবি করেছেন, ” এর থেকে প্রমাণিত হয় এখানকার মানুষ নাশকতা ভুলে গণতন্ত্রের উপর ভরসা খুঁজছেন।”
অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১৮.৩৬ লক্ষ। তাদের মধ্যে ৯ লক্ষ ৩৩ হাজার ৬৪৭ জন পুরুষ, ও ৯ লক্ষ ২ হাজার ৯০২ মহিলা ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ২৭ জন। প্রতিবন্ধী ভোটার ছিলেন ১৭ হাজার ৯৬৭ জন। বুথ ছিল ২ হাজার ৩৩৮টি।
গ্রেটার কাশ্মীর দাবি করেছে, মুখ্য সচিব অটল দুল্লু শনিবার জম্মু ও কাশ্মীরে সংসদীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য সাধারণ ও পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি উপত্যকার ভোটারদেরও প্রশংসা করেছেন। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা অনন্তনাগ-রাজৌরি সংসদীয় নির্বাচনী এলাকায় ঐতিহাসিক ভোটদানের জন্য জনগণ এবং সমস্ত নির্বাচনের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন বলে দাবি করেছে www.dailyexcelsior.com।
সর্বভারতীয় সংবাদ সূত্রে জানা যায়, জম্মু ও কাশ্মীরে পাঁচটি লোকসভা আসন রয়েছে। গত পাঁচ দফায় জম্মু ও কাশ্মীর বিভাগের দুটি করে আসনে নির্বাচন হয়েছে। শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে, কাশ্মীর বিভাগের তৃতীয় আসন অনন্তনাগ-রাজৌরি আসনে নির্বাচন চলাকালীন দুটি গোষ্ঠীর মধ্যে মারামারি হয়। চারজন আহত হয়েছেন। যাদের চিকিৎসার জন্য পুঞ্চ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা প্রশাসন এই ঘটনায় একটি এফআইআর করেছে বলে সংবাদসংস্থা সূত্রে জানা যায়।
আরও পড়ুনঃ ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু মিছিল গুজরাতে
নির্বাচন চলাকালীন পিডিপি সভাপতি মেহবুবা মুফতি শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি থানার বাইরে দলীয় কর্মীদের আটকের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার মোবাইল নম্বরে আউটগোয়িং কল বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। মুফতি বলেন, ” আমাদের পিডিপি পোলিং এজেন্টদের টার্গেট করে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা কারণ জিজ্ঞাসা করছি কিন্তু তারা কিছু বলছে না। তারা যদি আমাকে সংসদে পাঠাতে এতই ভয় পান তাহলে লেফটেন্যান্ট গভর্নরের উচিত আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে বলা। তিনি বলেছিলেন যে এই ধরনের ‘কারচুপি’ ১৯৮৭ সালে দেখা গিয়েছিল, অনেকে মনে করেন যার জন্য কাশ্মীরে সন্ত্রাসবাদের জন্ম হয়েছিল। যদিও পরে তিনি নিজের ভোট নিজেই দিয়েছেন।
প্রসঙ্গত ২০১৯ সালের ৫ অগস্ট রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দানকারী ৩৭০ নম্বর ধারা প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়। আর তা রাষ্ট্রপতির অনুমতিতেই হয়েছে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদের দুই কক্ষে ৩৭০ বাতিলের বিল পাশ হয়ে যায়। যার ফলে ‘বিশেষ’ মর্যাদা হারায় কাশ্মীর। এমনকি, হারায় রাজ্যের মর্যাদাও। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ— দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়।