রাজ্যের বিভিন্ন জেলার ফায়ার স্টেশনের জন্য নতুন ৫০টি গাড়ি বরাদ্দ করেছে সরকার। তারমধ্যে ২৫টি পাঁচ হাজার লিটারের ফায়ার ইঞ্জিন আর ২৫টি আড়াই হাজার লিটারের ফায়ার ইঞ্জিন।

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ দিন চারেক আগে গঙ্গাসাগর মেলার উদ্বোধনের দিন জঙ্গিপুর ফায়ার স্টেশনের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কান্দি ফায়ার স্টেশনে নতুন একটি ফায়ার ইঞ্জিনের পথচলা শুরু হল সোমবার।
৪ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হয়েছে জঙ্গিপুর ফায়ার স্টেশন। আপাতত দুটি ইঞ্জিন রয়েছে সেখানে। রাজ্যের বিভিন্ন জেলার ফায়ার স্টেশনের জন্য নতুন ৫০টি গাড়ি বরাদ্দ করেছে সরকার। তারমধ্যে ২৫টি পাঁচ হাজার লিটারের ফায়ার ইঞ্জিন আর ২৫টি আড়াই হাজার লিটারের ফায়ার ইঞ্জিন।৫০টির মধ্যে মুর্শিদাবাদের জন্য তিনটি গাড়ি বরাদ্দ হয়েছিল। পূর্ব বর্ধমানে নতুন ফায়ার স্টেশনের উদ্বোধন হয়েছে। সেখানেও রয়েছে দুটি ইঞ্জিন। জঙ্গিপুর ও বর্ধমানে পাঁচ হাজার লিটারের ফায়ার ইঞ্জিন দেওয়া হলেও কান্দিতে বরাদ্দ হয়েছে আড়াই হাজার লিটারের ফায়ার ইঞ্জিন।
এতদিন কান্দিতে একটি ইঞ্জিন আগুন নেভানোর জন্য ব্যবহৃত হতো। সাধারণত গলি বা ঘিঞ্জি এলাকায় বড় ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে অনেক সময় লেগে যায়। ফলে ক্ষয়ক্ষতি এড়ান যায় না। সেই কারণে এই ধরনের ছোট গাড়ির প্রয়োজন হয়। সেই কথা চিন্তা করেই কান্দিতে একটি আধুনিক ছোট ফায়ার ইঞ্জিন দেওয়া হয়েছে। কান্দি সংলগ্ন একাধিক এলাকায় আগুন লাগলে তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌছনো সুবিধা হবে।
সোমবার কান্দিতে নতুন ফায়ার ইঞ্জিনের আনুষ্ঠানিকভাবে চালু করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। তিনি বলেন, ” এই গাড়ির সবটাই আধুনিক। স্বয়ংক্রিয় ইঞ্জিন হওয়ায় দ্রুত পরিষেবা দেওয়া সুবিধা হবে।” এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ একাধিক স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
দমকল সূত্রে খবর, রাজ্যে এই মূহুর্তে ১৬৪টি দমকল কেন্দ্র আছে। দমকল মন্ত্রী সুজিত বসুর দাবি, আগামী দিনে রাজ্যে দুশোটি দমকল কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের।