স্বেচ্ছায় রক্ত দিলেন বহরমপুরের সরকারি কর্মীরা

Social Share
রক্ত দিলেন সরকারি কর্মীরা। নিজস্ব চিত্র

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বহরমপুর কালেক্টরেট ক্লাব সপ্তাহের শেষ কাজের দিন আয়োজন করেছিল একটি রক্তদান শিবিরের। কালেক্টরেট ক্লাব হলে বেলা শেষে ৫১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন বলে জানান ক্লাব সভাপতি দিব্যজ্যোতি সরকার। মূলত সরকারি কর্মী আধিকারিকরাই এই শিবিরে স্বেচ্ছায় রক্ত দিতে পারলেও দিব্যজ্যোতি অবশ্য বলেন, সাধারণ মানুষের ক্ষেত্রেও বাধা ছিল না।

প্রশাসনের কাজে যুক্ত সমস্ত স্তরের স্থায়ী সরকারি কর্মী ও আধিকারিকদের নিয়ে ১৯৫৫ সালে তৈরি হয়েছিল কালেক্টরেট ক্লাব। বর্ষবরণ থেকে স্বাধীনতা দিবস উদযাপন এমনকি সংকট কালে রক্তদান শিবিরের আয়োজন, সবেতেই এই ক্লাবের ভূমিকা শহরবাসীকে একসময় আকৃষ্ট করেছিল। বিশেষ করে সাংস্কৃতিক ক্ষেত্রে সমাজে একটা ছাপ রেখেছিল এই ক্লাব। ধারা বজায় রাখতেই এই রক্তদান শিবিরের আয়োজন বলে ক্লাব সদস্যদের দাবি।

রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। নিজস্ব চিত্র

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। সমস্ত রক্তদাতাদের হাতে এদিন একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights