‘মিডিয়া ট্রায়াল’ বলে বিতর্কে বহরমপুরের আইসি

Social Share

সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ নির্বাচনের ২৪ ঘণ্টা আগে বিতর্কে জড়ালেন বহরমপুরের নতুন আইসি। পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে বহরমপুরের আইসি উদয় শঙ্কর ঘোষকে। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন শৌনক তরফদার। শনিবার রাতে কাশিমবাজার এলাকায় এক মহিলাr শ্লীলতাহানীর অভিযোগ ওঠে একদল দুষ্কৃতির বিরুদ্ধে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে সস্ত্রীক ছুটে যান অধীর চৌধুরী। পুলিশ পৌঁছলে অধীর চৌধুরীর সঙ্গে বচসা বাঁধে আইসির।

আরও পড়ুনঃ দৌলতাবাদে খুন যুবতী, ফিরল সুতপা খুনের স্মৃতি

অধীর চৌধুরীর অভিযোগ, ” তৃণমূল আশ্রিত গুন্ডারা এলাকার মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা করছিল। কংগ্রেস কর্মীদের গায়ে হাত দেয়। মা-বোনেদের ভয় দেখাচ্ছে। রাত সাড়ে বারোটা নাগাদ আমি এসপিকে ফোন করে জানাই ও ঘটনাস্থলে যাই। কিন্তু যার শ্লীলতাহানি করা হয়েছে তাঁকে একা ঘরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন টাউন ওসি। সেখানে কোনও মহিলা পুলিশ ছিল না। অথচ আইনত সঙ্গে একজন মহিলা পুলিশ কর্মীর থাকা প্রয়োজন।”

তারই প্রতিবাদ করলে আইসি ঘটনাস্থলে হাজির হয়ে বিষয়টি ‘মিডিয়া ট্রায়াল করা হচ্ছে’ বলে মন্তব্য করেন বলে দাবি বহরমপুরের বাম-কংগ্রেস জোট প্রার্থীর। এদিন অধীর বলেন, “এরা কোন ধরনের পুলিশ অফিসার? ভোট আসবে যাবে কিন্তু বহরমপুরের মানুষের ওপর অত্যাচার মেনে নেব না। বহরমপুরকে সন্দেশখালি হতে দেব না।”

বহরমপুর থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে দাবি সূত্রের। যদিও অধীর বলেন, “এখানকার পুলিশ তৃণমূল দুঃখ পাবে বলে এফআইআর নিতে চায় না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights