সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ দৌলতাবাদে খুন হয়ে গেল এক যুবতী। আবার প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন হল এক প্রেমিকা। ঘটনাস্থল থেকে উদ্ধার হ’ল প্রেমিকার রক্তাক্ত মৃতদেহ। প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে এনে খুন করা হয়েছে বলে অভিযোগ। এদিকে নিজে হাতে খুন করে পুলিশের কাছে ধরা দিল খুনি প্রেমিক। আজ শনিবার নৃশংস এই খুনের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার এস আই অফিস সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকারই বাসিন্দা রুম্পা খাতুনের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মিঠু সরকার নামে এক যুবকের। গত কয়েকদিন ধরে তাদের মধ্যে শুরু হয় মনোমালিন্য। আর তারপর আজ সকাল সাড়ে দশটা নাগাদ স্থানীয় এস আই অফিস সংলগ্ন এলাকায় দু’জনের মধ্যে প্রথমে বচসা বাধে। পরে বিবাদ চরম আকার ধারণ করলে প্রেমিকার সঙ্গে থাকা তার এক বান্ধবী ছুটে যায় লোকজন ডাকতে। এমন সময় নিজের হাতের ধারালো অস্ত্র দিয়ে নিজের প্রেমিকাকে গলায় আঘাত করে বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় মানুষজন হাজির হওয়ার আগেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত যুবক। যদিও পরে বাড়ি ফিরে পুলিশকে ফোন করে নিজের অপরাধ স্বীকার করে। দৌলতাবাদ থানার পুলিশ তার বাড়ি গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে ওই যুবতীর দেহ উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করলে দৌলতাবাদ থানা মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মৃতের বান্ধবীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বছর দুয়েক আগে এই মে মাসেই বহরমপুর জনবহুল এলাকা শহীদ সূর্য সেন রোডে প্রেমিক সুশান্ত চৌধুরীর হাতে খুন হয়েছিলেন কলেজ ছাত্রী সুতপা চৌধুরী। দিনে দুপুরে প্রকাশ্যে ফের এই নৃশংস খুনের ঘটনায় সেই স্মৃতি ফিরে এসেছে জনমানসে।