সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পরিচালনায় ও ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার যৌথ ব্যবস্থাপনায় বহরমপুর স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হল জাতীয় পর্যায়ের অনূর্ধ ১৪ মেয়েদের ফুটবল টুর্নামেন্ট। এদিন গ্রুপ এ’র লিগ পর্যায়ের দুটি খেলা ছিল। সকাল ন’টা থেকে ছিল মিজোরাম ও তামিলনাড়ুর খেলা। বিকেল তিনটের সময় ছিল মণিপুর ও হরিয়ানার খেলা।

একপ্রকার একপেশে খেলে মিজোরামকে ১০-২ গোলে হারিয়ে দেয় তামিলনাড়ুর মেয়েরা। খেলার শুরু থেকেই তামিলনাড়ুর মেয়েরা ছিল আক্রমণাত্মক। তুলনায় দক্ষতায় ভরসা রাখতে গিয়ে একাধিকবার গোলের কাছে পৌঁছেও গোল দিতে পারেনি মিজোরামের মেয়েরা। ফল যা হওয়ার তাই হয়েছে। তামিলনাড়ুর মেয়েরা নিয়মিত ব্যবধানে ১০ গোল দেয় মিজোরামকে। পাল্টা ওই দলের ক্যাপ্টেন লাল নানপুই একাই দুটি গোল পরিশোধ করে। বাকিরা সেইভাবে পায়ে বল নিয়ে খেলতেই পারেনি। তামিলনাড়ুর ক্যাপ্টেন জি নয়না দুটি গোল করলেও তাঁর দলের দুই ফরোয়ার্ড খেলোয়ার সাহানা কে ও এস দর্শীনি চারটে করে আটটি গোল দেয় বিপক্ষ মিজোরামকে। সাহানা কে এদিন ওমেন অব দ্যা ম্যাচ হয়েছেন।
অন্য ম্যাচে ৯০ মিনিট খেলে হরিয়ানাকে ৩-২ গোলে হারিয়ে দেয় মণিপুর। দুটি দলের মেয়েরাই যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে এই খেলায়। মণিপুরের ক্যাপ্টেন ঝুলন মংমাইথেম ছাড়াও আরও দু’জন একটি করে গোল করে। হরিয়ানার রেবেকা ও নিধি একটি করে দুটি গোল করে। এই ম্যাচে মণিপুরের মেয়ে থুংদাম মালেম নাগভী দেবী ওমেন অব দ্যা ম্যাচ হয়েছে।
এদিনের খেলা শেষে মণিপুর ও তামিলনাড়ু তিন পয়েন্ট সংগ্রহ করেছে। ভারতের রাজ্যগুলিকে দক্ষতার নিরিখে ভাগ করে প্রতিবছর এই ধরনের বয়েজ ও গার্লসদের সাব জুনিয়র টুর্নামেন্টের আয়োজন করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এবার পশ্চিমবাংলার দুটি জেলা মালদহ ও মুর্শিদাবাদে মূলত দক্ষতার নিরিখে বাছাই করা রাজ্যগুলি চারটি গ্রুপে ভাগ করে এই খেলা হচ্ছে। মুর্শিদাবাদে এই খেলার গ্রুপ এ ও সি-র খেলা হচ্ছে। মালদহেও একই দিনে গ্রুপ বি ও ডি-র খেলা হচ্ছে। সেখানে সোমবার বিহারের মেয়েরা মেঘালয়ের মেয়েদের ১০-০ গোলে পরাজিত করে। চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত এই খেলা হবে।
আরও পড়ুনঃ চিকিৎসকদের লালবাজার আন্দোলন আবহে তৃণমূলের প্রচার ১৯৮৩-র জ্যোতি বসুর আমল