মেডিক্যাল কলেজে অচল ডায়ালাইসিস মেশিন

Social Share

সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে বেশ কয়েকদিন ধরে অচল হয়ে রয়েছে ডায়ালাইসিস মেশিন। যার জেরে পরিষেবা ব্যহত হচ্ছে রোগীদের। গুরুতর অসুস্থরা বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল থেকে সেই পরিষেবা নিচ্ছেন মোটা টাকার বিনিময়ে। এই অচলাবস্থা কাটতে ভোট পেরিয়ে যাবে বলে দাবি হাসপাতালা কতৃপক্ষের।

হাসপাতাল সূত্রে জানা যায়, দশটি ডায়ালাইসিস মেশিন রয়েছে। এগুলি একটি বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তির ভিত্তিতে চলে। সুরক্ষা সম্পর্কীত যাবতীয় খরচ-খরচা বহন করে স্বাস্থ্য ভবন। সেই মেশিনগুলির মধ্যে অর্ধেক মেশিন খারাপ হয়ে পরে রয়েছে। যার জেরে পরিষেবা ব্যহত হচ্ছে। ফিরে যেতে হচ্ছে মুমূর্ষু রোগীকে। বহরমপুরের বাসিন্দা সিদ্ধার্থ গুপ্ত বলেন, “আমার বাবার দুবার ডায়ালাইসিসের প্রয়োজন কিন্তু মেশিন খারাপ থাকায় একবার করে নিতে হচ্ছে। ” তবে বিনা পয়সায় এই পরিষেবা চালু হওয়ার পরে মাঝে মধ্যেই খারাপ হয়ে যায় এই মেশিন, অভিযোগ রোগীদের একাংশের। ফের সারিয়ে সচল করা হয়। কখনও কখনও বন্ধ হয়ে যায় ঘরের এসিও। যার ফল ভুগতে হয় রোগীকে।

আরও খবরঃ শিক্ষকের আসল- নকল তরজায় বিভ্রান্ত পড়ুয়া থেকে অভিভাবক

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অমিত দাঁ বলেন, ” যে কোম্পানী এই মেশিনগুলি দেখাশোনা করত তাঁদের চুক্তি শেষ হয়ে গিয়েছে। নতুন করে চুক্তি করতে দরপত্র ডাকা হবে। ভোটের জন্য সেই কাজটা আটকে আছে। তাই এখনই স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না।” হাসপাতাল সূত্রে জানা যায়, সেই কারণে পুরনো কোম্পানীকে দায়িত্ব থেকে না সরিয়ে তাদেরকেই অনুরোধ করা হয়েছে মেশিনগুলো সারিয়ে দিতে। কিন্তু সেক্ষেত্রে কোম্পানী বার্ষিক চুক্তি না হলে এই কাজ করতে নারাজা। তবু হাসপাতাল কতৃপক্ষের অনুরোধে তারা মেশিনগুলি সারানোর ব্যবস্থা করছেন বলে দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights