সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ “সত্যের জয় হয়েছে। আদালতের উপর আস্থা আছে।” এক বছরের বেশি সময় বন্দি দশা কাটিয়ে শনিবার বড়ঞায় ফিরলেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তাঁকে ঘিরে ছিলেন কর্মী-সমর্থকরা। যদিও জেলার শীর্ষ নেতাদের অবশ্য তাঁকে বরণ করতে দেখা যায় নি। দলে একসময় তাঁর ঘনিষ্ঠরাও প্রকাশ্যে জীবন নিয়ে মুখ খোলেন নি।
রাজ্যে শিক্ষক নিয়োগ কাণ্ডে দুর্নীতির তদন্তে নেমে সিবিআই বড়ঞার বিধায়কের নাম খুঁজে পায়। তাঁর বাড়িতে তদন্তে এসে অনিয়ম খুঁজে পান কেন্দ্রের গোয়েন্দারা। পরে তাঁকে গ্রেফতার করা হয়। কলকাতা হাইকোর্টের রায়ে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন। দিন কয়েক আগে সুপ্রিম কোর্ট তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেয়।
জামিন পেয়ে বিধানসভাতেও গিয়েছিলেন জীবন। এদিন তিনি ঘরে ফেরায় তাঁর স্ত্রীও বলেন “সত্যের জয় হল।”
তবে তদন্তে তিনি সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। সেই সঙ্গে এটাও জানিয়েছেন,”বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। যা রায় হবে তা মাথা পেতে নেব।”
আরও পড়ুনঃ মল্লিকার্জুন খড়গের মন্তব্যে ক্ষুব্ধ বাংলার কংগ্রেস কর্মীরা