সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ চিকিৎসক হত্যা রহস্যের আবহে মঞ্চে কাদম্বিনী। কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। প্রথম ভারতীয় বাঙালি মহিলা চিকিৎসক হিসেবে তাঁকেই জেনেছেন দেশবাসী। পেশার তাগিদে নয়, জীবন বাঁচানোর তাগিদে যিনি চিকিৎসক হয়েছিলেন।
যদিও তাঁর মতো মানুষদের জীবনী নিয়ে ইদানিং তেমন কোনও আলোচনা হয় না। সেই কাদম্বিনী দেবীই মাত্র কয়েক মিনিটের জন্য রবীন্দ্রসদন মঞ্চে হাজির হলেন ৩ অক্টোবর। কাকতালীয়ভাবে ওই দিনটি তাঁর মৃত্যুদিন। হাসপাতাল থেকে অস্ত্রোপচার সেরে বাড়ি ফিরবার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। সাল ১৯২৩। কাদম্বিনী ভারতের প্রথম বাঙালি মহিলা চিকিৎসকই ছিলেন না, ছিলেন যুগ্ম প্রথম মহিলা স্নাতকও। ১৮৮৩ সালে বেথুন কলেজ থেকে তাঁর সঙ্গেই স্নাতক হন শিক্ষাবিদ চন্দ্রমুখী বসুও।
ফ্লোরেন্স নাইটিঙ্গেল যিনি ‘দ্যা লেডি উইথ দ্যা ল্যাম্প’ নামে পরিচিত, তিনি একবার বিদেশ থেকে তাঁর এক ভারতীয় বন্ধুর কাছে জানতে চেয়েছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের কথা। বহুমুখী প্রতিভাধর কাদম্বিনী দেবীও পুরুষতান্ত্রিক সমাজের শিকার হয়েছিলেন। একজন মহিলা, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে পারেন না। সেই অধিকার জন্ম বলে একমাত্র পুরুষের আছে। তাই তাঁকে ক্ষমতার ছলাকলায় প্র্যাক্টিকাল পরীক্ষায় ফেল করতে হয়। আর কে না জানে প্রতিভা কখনও চাপা থাকে না। রবীন্দ্রনাথ ঠাকুরের সমবয়সী কাদম্বিনীকেও দমাতে পারেনি কোনও প্রতিবন্ধকতা। আত্মবিশ্বাস হারাতে বসা বাঙালীর কাছে তাঁর জীবনী আজ অবশ্য পাঠ্য। তবে কাদম্বিনী দেবীর এই মানসিকতা তাঁর বাবা ব্রজকিশোর বসুর কাছ থেকেই পাওয়া। ব্রজকিশোর বাবু, মহিলাদের অধিকারের পক্ষে সরব ছিলেন। আন্দোলন করেছিলেন এবং প্রথম ভারতীয় মহিলা সংগঠন ভাগলপুর মহিলা সমিতি স্থাপন করেছিলেন। সেটা ১৮৮৩ সালের কথা। তখন মেয়েদের অন্দরে থাকাই ছিল দস্তুর।
সেই কাদম্বিনীর দেশে একজন মহিলা চিকিৎসককে ডিজিটাল যুগে খুন ও ধর্ষণ হতে হয়। যে ঘটনা পুনরায় আন্দোলিত করেছে সমাজকে। এমন সময় কাদম্বিনী দেবীকে মঞ্চে উপস্থাপনা প্রযোজকদের খাতে বেশি নম্বরেরই প্রত্যাশা করে। তবে কোনও বড় মঞ্চে নয়। মুর্শিদাবাদ জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে আয়োজিত কলা উৎসবে গল্প বলা প্রতিযোগিতায় অন্য অনেকের সঙ্গে অংশ নিয়েছিল সৈয়দাবাদ মহারাজা শ্রীশ চন্দ্র বালিকা বিদ্যালয়ও। সেখানেই কাদম্বিনী দেবীর চরিত্রে একক অভিনয় করে ওই স্কুলের নবম শ্রেণির ছাত্রী শ্বেতশ্রী দত্ত। একক অভিনয়ে একাধিক চরিত্রকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাঁর প্রায় পেশাদার উপস্থাপনা বাহবা কুড়োয় বই কি!
আরও পড়ুনঃ