প্রয়াত সিপিএম নেতা শেখর সাহা

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ প্রয়াত হলেন সিপিএম নেতা শেখর সাহা। গোরাবাজারে তাঁর ভাইয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।. দীর্ঘদিন ধরে প্রবীণ এই বাম নেতা কিডনির অসুখে ভুগছিলেন। বুধবার রাত ন’টা ২০মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসক সন্দীপন রায়। তাঁর প্রয়াণে মুর্শিদাবাদ জেলার এক বর্ণময় চরিত্রের অবসান হল।

ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তাঁর রাজনীতিতে প্রবেশ। বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের তিনি ছিলেন জেলা সম্পাদকও। পরবর্তী সময়ে সেন্ট্রাল কো-অপারেটিভের চেয়ারম্যান হয়েছিলেন। প্রতিষ্ঠাতা সম্পাদক সুধীন সেনের মৃত্যুর পর জেলা সিপিএমের মুখপাত্র মুর্শিদাবাদ বার্তা-র সম্পাদকের দায়িত্ব ও সামলান তিনি। শেখর সাহা ছিলেন গণ আন্দোলনের অন্যতম মুখ।

ফেসবুকে প্রয়াত নেতার স্মৃতিচারণায় প্রাক্তন শিক্ষক নেতা দুলাল দত্ত জানিয়েছেন, “ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তিনি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতেন। পরবর্তীকালে ৭ এর দশকের শুরু থেকেই তিনি ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বে পৌঁছে যান।১৯৭৪ সালের ছাত্র ফেডারেশনের ইসলামপুর জেলা সম্মেলনের মধ্যে দিয়ে তিনি জেলা সম্পাদক এবং কমরেড তিমির ঘোষ জেলা সভাপতি নির্বাচিত হন।”

ওই পোস্টেই দুলাল আরও জানিয়েছেন, “কমরেড শেখর সাহা ছিলেন অকুতোভয়। ১৯৯১ সালে খুন হয়ে যান শেখরদার বড়দা কমরেড মানবসাহা। তিনি ছিলেন বহরমপুর পার্টির লোকাল কমিটির সম্পাদক এবং জেলা কমিটির সদস্য।”

সিপিএম জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ” দলের এই প্রবীণ নেতার মৃত্যুতে পার্টি তথা বাম আন্দোলন ক্ষতিগ্রস্থ হল। তিনি সকলের কাছে প্রিয় মানুষ ছিলেন। মানুষ তাদের প্রয়োজনে সময়ে অসময়ে শেখরদা’কে কাছে পেতেন। সেন্ট্রাল কো-অপারেটিভের চেয়ারম্যান থাকাকালীন কৃষি সমবায়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। মহিলাদের জন্য স্বয়ম্ভর গোষ্ঠী তৈরির পেছনে তাঁর ভূমিকা অনস্বীকার্য।”

সকাল আটটা নাগাদ তাঁর মরদেহ দলীয় কার্যালয়ে আনা হবে। শ্রদ্ধা জানাতে তাঁর দেহ শায়িত থাকবে বেলা সাড়ে দশটা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights