প্রয়াত ভাকুড়ি পঞ্চায়েতের প্রথম মহিলা প্রধান

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ প্রয়াত হলেন ভাকুড়ি পঞ্চায়েতের প্রথম মহিলা প্রধান আরএসপি’র স্মৃতিকণা চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ১৯৭৭ সালে বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায় আসার পর নজর দেয় পঞ্চায়েতে। ১৯৭৩ সালে পঞ্চায়েত আইন সংশোধন করার পাঁচ বছর পরে ১৯৭৮ সালে নির্বাচনে নামে বামফ্রন্ট।

সেই নির্বাচনে জিতে ভাকুড়ি পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন স্মৃতিকণা। ওই পঞ্চায়েত ছাড়াও মুর্শিদাবাদ জেলাতেও তিনি ছিলেন প্রথম মহিলা প্রধান। মহারানী কাশীশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষিকা জেলার একমাত্র গার্লস কলেজের প্রথম মহিলা সাধারণ সম্পাদকও ছিলেন।ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই তাঁর মূল ধারার রাজনীতিতে প্রবেশ। পিএসইউ-র জেলা কমিটির সক্রিয় সদস্য ছিলেন সেই সময়। দাবি আরএসপির জেলা কমিটির প্রাক্তন সদস্য অমলাংশু বিশ্বাস।

যদিও তাঁর কথা মনে পড়ে না আরএসপি’র বর্তমান প্রজন্মের। আরএসপি’র বর্তমান নেতা মনোজিৎ চৌধুরী স্মৃতি হাতরেও মনে করতে পারলেন না প্রবীণ এই প্রয়াত নেত্রীর কথা। তিনি বলেন, ” ওঁর সঙ্গে দলের যোগাযোগ বোধহয় ছিল না।” স্মৃতিকণা দেবীর স্বামী কার্তিক সাহা ছিলেন বহরমপুর পুরসভার কাউন্সিলর।

আরএসপির পক্ষে অভিরূপ বিশ্বাস বলেন, “পুরনো দিনের অত্যন্ত সক্রিয় কর্মী ছিলেন স্মৃতিকণাদি। আজ দুপুর দুটো নাগাদ তাঁর মৃত্যুর খবর পেলাম। ওঁর বাড়িতে আমি বহুবার গিয়েছি। স্নেহ করতেন। বছর দুয়েক আগে উনি আর্থিকভাবে প্রতারিত হন। সেই খবর পেয়ে আমি দেখা করতে গিয়েছিলাম। সেটাই আমার শেষ দেখা। সম্প্রতী জেলার বন্যার সময় ওঁকে সার্বিকভাবে খুব দুরাবস্থায় থাকতে দেখেছি। সুবক্তা স্মৃতিকণাদি’র মৃত্যু আরএসপির কাছে অপূরণীয় ক্ষতি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights