
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছিল ২ মে। কিন্তু ফল নিয়ে খুশি ছিল না বহরমপুর মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঋষিলা। রিভিউ ও স্ক্রুটিনির সুযোগ নিয়ে সে আবেদন জানালে দেখা যায় রিভিউয়ে তার দু’নম্বর বেড়েছে। স্বাভাবিকভাবে মুর্শিদাবাদ জেলার মেধা তালিকাতেও পরিবর্তন হয়েছে। আগে তার নম্বর ছিল ৬৮২। এই নম্বর পেয়েছিল বহরমপুরের আরও দু’ জন পড়ুয়া। ওই স্কুলের প্রধান শিক্ষিকা দিলরুবা বেগম বলেন, ” দু-নম্বর বেড়ে ঋষিলার নম্বর এখন ৬৮৪।” চুয়াপুর বিদ্যানিকেতন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শিল্পী সেন বলেন, ” আমাদের ছাত্রী রিভিউয়ের আবেদন করে নি।”
মাধ্যমিকে জেলায় প্রথম ঋষিলা কবীর। স্বাভাবিক ভাবে দ্বিতীয় স্থানে নেমে আসে গোরাবাজার আইসিআই স্কুলের সৌম্যদীপ বিশ্বাস ও চুয়াপুর বিদ্যানিকেতন গার্লস স্কুলের ডোনা পাল। দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে আসে ৬৮১ নম্বর পাওয়া আমতলা হাইস্কুলের শিবম মন্ডল ও লাধুরাম তোষনিওয়াল সারাদা বিদ্যামন্দিরের সপ্তর্ষি মুখোপাধ্যায়।
গতকাল বুধবার এই রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশিত হয়। আর সেই ফলাফলে রাজ্যের মেধা তালিকাও বদলে যায়। প্রথম দশে স্থান পেয়েছে আরও ৯ জন পডুয়া। ফলে মেধাতালিকায় জায়গা করে নিল মোট ৭৫ জন পড়ুয়া। সেই নিরিখে রাজ্যে প্রথম দশে যদিও জায়গা পায়নি ঋষিলা। সব মিলিয়ে স্কুটিনির পর ১ হাজার ৬০ জন পরীক্ষার্থীর নম্বরের পরিবর্তন হয়েছে। রিভিউর পর ১ হাজার ১৮২ জনের নম্বরের পরিবর্তন হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে। পড়ুয়ারা নিজেদের স্কুলে পুরনো মার্কশীট জমা দিয়ে নতুন মার্কশীট সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছে পর্ষদ।