
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ফের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটল মুর্শিদাবাদে। ঘটনাটি ঘটেছে বড়ঞা থানার রানিপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রতিবেশী এক যুবক ওই নাবালিকাকে তুলে নিয়ে যায় স্থানীয় জঙ্গলের মধ্যে পরিত্যক্ত এক বাড়ির দিকে। খেলার মাঝে হঠাৎ ওই শিশুটিকে না দেখতে পেয়ে তাঁর খোঁজ শুরু হয়।
এক প্রত্যক্ষদর্শীর কথা মতো বাড়ি ও এলাকার লোকজন ওই জঙ্গলের দিকে যায়। সেখানেই ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গ্রামবাসীদের হাত থেকে অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটির পরিবারের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ করা হয়েছে থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃত যুবককে আজ বিশেষ আদালতে তোলা হবে।
এদিকে ঘটনার পর সজ্ঞাহীন শিশুটিকে উদ্ধার করে কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এখনঅ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই নাবালিকা। পরশু দিন শুক্রবার জয়নগর কাণ্ডের নজিরবিহীন সাজা শুনিয়েছে আদালত। অভিযুক্তের ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। তারপরেও উঠল নাবালিকা নির্যাতনের অভিযোগ।