রাষ্ট্রীয় শোকঃ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতের উদার অর্থনীতির জনক  ডঃ মনমোহন সিং। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ দিল্লির এইমসে তাঁর জীবনাবাসন হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।  ২০০৪ এবং ২০০৯ পরপর দু’বার ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মনমোহন। চলতি বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নেন তিনি।

১৯৯৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ছিলেন রাজ্যসভার সদস্য। বিরোধী দলনেতার ভূমিকাও পালন করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন এই গর্ভনর। ১৯৯১ সালে প্রথম বার রাজ্যসভার সদস্য মনোনীত হন ডঃ মনমোহন সিং। ১৯৯৬ সাল পর্যন্ত নরসিমা রাও সরকারের তিনি ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

দিল্লি AIIMS একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বার্ধক্যজনিত অসুস্থতার চিকিৎসা চলছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার হঠাৎই অজ্ঞান হয়ে যান তিনি।  বাড়িতেই তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হয়। রাত ৮টা বেজে ৬ মিনিটে হাসপাতালে আনা হয় তাঁকে। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও ওঁকে ফেরোনা যায়নি। রাত ৯টা বেজে ৫১ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়’।

কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গাঁধী, সনিয়া গাঁধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে মনমোহনের মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন। সেখানে আসেন বিজেপি নেতা নাড্ডাও। বেলগাভির কর্মসূচি ফেলে আসেন রাহুল গান্ধীও।

সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রধানমন্ত্রীর প্রয়াণ উপলক্ষে আগামী সাতদিন রাষ্ট্রীয় শোক পালন হবে বলে সরকারি সূত্রে জানা যায়। দলের প্রতিষ্ঠা দিবস সহ একাধিক দলীয় কর্মসূচি আগামী সাতদিনের জন্য বাতিল করেছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক ( ইনচার্জ সংগঠন )কেসি ভেনুগোপাল সে কথা জানিয়ে বলেন, ” দলীয় পতাকাও অর্ধনমিত থাকবে এই সময়।”

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাবেক টুইটার বার্তায় শোক প্রকাশ করে লিখেছেন, “ ভারত তার অন্যতম বিশিষ্ট নেতা ডঃ মনমোহন সিং জি-র মৃত্যুতে শোকাহত। বিনয়ী এই মানুষটি ছিলেন দেশের একজন সম্মানিত অর্থনীতিবিদ। তিনি অর্থমন্ত্রী সহ বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন, যা বছরের পর বছর ধরে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করেছে। সংসদে তার হস্তক্ষেপও ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি জনগণের জীবনযাত্রার উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights